চট্টগ্রাম, ৪ জুন, ২০২৩:
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের সিজেকেএস প্রশিক্ষণ মাঠে আজ ৪ জুন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আন্তঃজেলা পুরুষ ভলিবল প্রতিযোগিতা ২০২২-২৩ চট্টগ্রাম ও সিলেট আঞ্চলিক পর্বের উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র স্পোর্টস অর্গানাইজিং কমিটির সম্পাদক ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক-১ এড. ফজলে রাব্বি বাবুল, স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন মুন্না এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নির্বাহী সদস্য তারিকুল আনোয়ার খান। সিজেকেএস নির্বাহী সদস্য এবং ভলিবল কমিটির সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য নাসির মিয়া, ভলিবল কমিটির ভাইস চেয়ারম্যান মো. শোয়াইব, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু, সাইফুল আলম খান, লুৎফুল করিম সোহেল ও বিভিন্ন জেলা হতে আগত কর্মকর্তাবৃন্দ।
আগামীকাল দুটি সেমিফাইনাল খেলা সকাল ৮.৩০ ও ৯.৩০ টায় অনুষ্ঠিত হবে। বিকাল ৪ টায় ফাইনাল খেলার পর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক এবং সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।বিজ্ঞপ্তি