চট্টগ্রাম, ৩ জুন, ২০২৩:
ভারতের ওড়িশার বালাসোরে তিন ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় আহতদের মধ্যে ২ জন বাংলাদেশি আছেন বলে জানা গেছে। ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৮৮ জন নিহত এবং প্রায় ৯০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।
বাংলাদেশিরা যেহেতু চিকিৎসার জন্য ভারতে যাতায়াত করে। সে কারণে দুর্ঘটনায় হতাহতদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকতে পারে বলে সম্ভাবনার কথা বলা হচ্ছিল।
এজন্য কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একটি হটলাইন নাম্বারে যোগাযোগের কথা জানায়।
কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের পক্ষ থেকে শুক্রবার বলা হয়েছে, দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে বাংলাদেশিও থাকতে পারে। চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি যাত্রী এই ট্রেনে কলকাতা থেকে চেন্নাই যাতায়াত করেন। এ কারণে উপহাইকমিশন দুর্ঘটনাবিষয়ক তথ্য জানতে বাংলাদেশিদের জন্য একটি হটলাইন (+৯১৯০৩৮৩৫৩৫৩৩ হোয়াটসঅ্যাপ) নম্বর দিয়েছে।
এদিকে ওড়িশার ট্রেন দুর্ঘটনার পর কলকাতা থেকে বিভিন্ন রুটে চলা বেশ কিছু ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। যেহেতু দুর্ঘটনা কবলিত ট্রেনটি ট্রেনটি কলকাতা থেকে চেন্নাই যাচ্ছিল। সেই পথেই সাধারণত চেন্নাই চিকিৎসার জন্য গিয়ে থাকে বাংলাদেশের নাগরিকরা। যার ফলে বিপদে পড়েছেন সাধারণ যাত্রীদের সাথে বাংলাদেশি নাগরিকরাও। বাংলাদেশের ময়মনসিংহের বাসিন্দা জ্যোৎস্না বেগম কিডনির সমস্যায় ভুগছেন তিনি। তামিলনাড়ুর ভেলোরে চিকিৎসা করাতে ছেলেকে সঙ্গে নিয়ে কলকাতা গেছেন। চেন্নাই মেলে টিকিট ছিল তাদের। কিন্তু দুর্ঘটনার কারণে আর যেতে পারছেন না।
এরকম জ্যোৎস্না বেগমের মত আরও অনেক বাংলাদেশি যাত্রীর বিপদের সম্ভাবনা যেমন আছে তেমনি ট্রেন দুর্ঘটনায় হতাহতদের মধ্যে আরও বাংলাদেশি থাকতে পারে বলে বাংলাদেশের নাগরিকরা সন্দেহ প্রকাশ করছে। ছবি: সংগ্রহ
Discussion about this post