চট্টগ্রাম, ৬ জুলাই, ২০২৩:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মশক নিধনের ১০০ দিনের ক্রাশ প্রোগ্রামের মধ্যেই ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন আরো ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১২জন রোগী। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ২জন এবং জেলার বিভিন্ন উপজেলায় ভর্তি হয়েছেন ১২জন রোগী।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন মোট ১৪২জন ডেঙ্গু রোগী। গতকাল পর্যন্ত চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৮৭জন।
চট্টগ্রামে গতবারের চেয়ে এবারের ডেঙ্গু পরিস্থিতি ‘আশঙ্কাজনক’ উল্লেখ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীকে চিঠি দিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। উদ্বেগের কথা জানিয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককেও (সংক্রামক রোগ নিয়ন্ত্রণ) একই চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, বর্ষা মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় এবার আশঙ্কাজনকভাবে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। মৃত্যুও হচ্ছে অনেকের। যা গত বছরের তুলনায় আশঙ্কাজনক। চলতি মাসের প্রথম পাঁচদিনেই রেকর্ড ১৯৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার পাঠানো চিঠিতে বর্তমানে চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির নানা বিষয় তুলে ধরেন সিভিল সার্জন। চিঠিতে সংশ্লিষ্টদের এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানান তিনি।
ডেঙ্গুর জীবাণুবাহী মশা নিধনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
বৃহস্পতিবার নগরীর ৩৫নং ওয়ার্ডে চাকতাই খাতুনগঞ্জ এলাকায় বিভিন্ন খাল, নালা, সড়ক পরিদর্শনকালে মেয়র বলেন, মশা কমাতে চসিকের উদ্যোগে ১০০ দিনের ক্রাশ প্রোগ্রাম চলমান আছে। তবে, মশার উপদ্রব কমাতে জনগণকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিশেষ করে ঘর ও ছাদে জমে থাকা পানিতে বিপুল মশা জন্ম নিচ্ছে। এক্ষেত্রে জনগণকে স্ব-উদ্যোগে নিজ নিজ বাসভবনে জমে থাকা পানি সরাতে হবে।
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি মাসের প্রথম পাঁচ দিনেই চট্টগ্রামে তিনজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১২জনের।
চট্টগ্রামে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মৃত্যু হওয়া ১২ জনের মধ্যে অর্ধেক শিশু। এছাড়া ৪জন পুরুষ ও ২ জন মহিলা রয়েছে।