চট্টগ্রাম, ৬ জুলাই, ২০২৩:
ডেঙ্গুতে আক্রান্ত হলে সাধারণত জ্বর, প্রচণ্ড মাথাব্যথা, শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। কিন্তু যারা দ্বিতীয় বা তৃতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হয় তাদের উপসর্গ অন্যরকম মানে- কমপ্লিকেটেড ডেঙ্গু সিনড্রোম বা এক্সটেনডেড ডেঙ্গু সিনড্রোম বলেছেন চিকিৎসকরা।
এর মধ্যে তিন দিন বা চার দিন ধরে ডায়রিয়া লেগে থাকা। বমি শুরুর পর বন্ধ না হওয়া দ্বিতীয় বা তৃতীয়বার ডেঙ্গু আক্রান্ত রোগীদের লক্ষ্মণ। পরীক্ষায় জ্বর ছাড়াই ডেঙ্গু ধরা পড়া বা দুই-একদিন জ্বর আক্রান্ত হওয়া।
জ্বরের পর প্রচণ্ড মাথাব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, হাত-পা শক্ত হয়ে যাওয়া কারো ক্ষেত্রে প্রচণ্ড খিঁচুনি শুরু হওয়া
হাত-পা ফুলে যাওয়া দ্বিতীয় বা তৃতীয়বার ডেঙ্গু আক্রান্ত রোগীদের লক্ষ্মণ।
নতুন উপসর্গের মধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে বুকে এবং পেটে পানি জমে যাচ্ছে বলে বিশেষজ্ঞ চিকিৎসতগণ জানিয়েছেন। এছাড়া অসহ্য পেট ব্যথা হচ্ছে রোগীদের। কারো কারো জ্বর এসে সেটি কমে যাওয়ার পর বমি শুরু হয়। অন্যদিকে নিজের অজান্তেই রক্তচাপ কমে যায় রোগীদের। সব উপসর্গ এক সাথে দেখা না গেলেও এস উপসর্গের একটিও দেখা গেলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ চিকিৎসকদের।
ডেঙ্গুর মোট তিনটি পর্যায়ের কথা জানিয়েছেন চিকিৎসকরা। এর মধ্যে প্রথমটি হচ্ছে ফেব্রিল ফেইজ বা জ্বর পর্যায়, দ্বিতীয়টি হচ্ছে ক্রিটিক্যাল ফেইজ বা গুরুতর পর্যায় এবং তৃতীয়টি হচ্ছে কনভালেসেন্ট ফেইজ বা নিরাময় পর্যায়। রোগ নির্ণয় দেরি হলে মাল্টি-অরগান ডিসফাংশন সিনড্রোম হলে রোগী বাঁচানো কঠিন হয়ে যায়। সূত্র: বিবিসি বাংলা।