চট্টগ্রাম, ১২ জুলাই, ২০২৩:
বাংলাদেশের রাজনীতির হাওয়া পাল্টে যাচ্ছে। প্রায় ১৪ বছরের মাথায় বিএনপি রাজনীতির মাঠে সোচ্চার হয়ে উঠেছে। যদিও মার্কিন ও ইউরোপীয় কূটনীতিকদের সফরে মধ্যে তাদের রাজনৈতিক তৎপরতা লক্ষ করা যাচ্ছে। আজ বিএনপি রাজধানীর নয়া পল্টনে এক সমাবেশে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর ঘোষণা দিয়ে ১ দফা দাবিতে ১৮ জুলাই রাজধানী সহ সারাদেশে পদযাত্র কর্মসূচির ঘোষণা দিয়েছে।
আর ক্ষমতাসীন আওয়ামী লীগ বুধবার (১২ জুলাই) রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তি সমাবেশের আয়োজন করে। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। তাদের যেমন এক দফা, আমাদেরও দফা একটাই।
এটার পাল্টা দাবি বিএনপির যারা দীর্ঘদিন নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে।
ইয়াপল্টনের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, তারা সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি, আজকে আমরা একটা যৌথ ঘোষণা দেব যার যার জায়গা থেকে। সেই সিদ্ধান্তটি হচ্ছে.. যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের এক দফার ঘোষণা। আর কোনো দফা নাই।
“বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ এক দফা এক দাবি কী? বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূল নির্বাচনের ব্যবস্থা করা।”
গুলিস্তানের সমাবেশ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। তাদের যেমন এক দফা, আমাদেরও দফা একটাই।
বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের এক দফা, আমাদেরও একটাই দফা, সংবিধানসম্মত নির্বাচন। শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন নয়। শেখ হাসিনার আমলের নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে।’
Discussion about this post