চট্টগ্রাম,২০ সেপ্টেম্বর, ২০২৩:
হৃদরোগীদের জন্য স্পন্দন চালু করেছে ইমপেরিয়াল হাসপাতাল। অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম ‘স্পন্দন’ হৃদরোগের ঝুঁকি ও সুরক্ষার সচেতনতা বিষয়ক নানা তথ্য দিয়ে সহায়তা করবে। ‘স্পন্দন’র ওয়েবসাইট ও নতুন লোগোর উন্মোচন করা হয়েছে আজ। এজন্য হাসপাতালটি আয়োজন কওে এক সংবাদ সম্মেলনের।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাফিদ নবী বরেন, ‘স্পন্দন’ এ হৃদরোগ প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সকলকে সচেতন করবে, যেন তারা তাদের দৈনন্দিন জীবনে এই তথ্য প্রয়োগের মাধ্যমে নিজেদের হৃদরোগের ঝুঁকি কমাতে সক্ষম হয়। আমাদের টার্গেট হার্টকে সুস্থ্য রাখা। স্পন্দন মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াবে। হাসপাতালে আসার আগেই হার্ট নিয়ে সচেতন হবে। বাংলাদেশের সব মানুষের হৃদয় বুঝবে স্পন্দন।
হাসপাতালের চেয়ারম্যান ওয়াহিদ মালেক বলেন, হার্ট ছাড়া মানুষ বাঁচতে পারে না। তাই হার্টকে সুস্থ রাখতেই হবে। আমাদের উচিত হার্টের চিকিৎসার চেয়েও পরিমিত ও সুশৃঙ্খল খাদ্যাভ্যাসের মাধ্যমে হার্টকে সুস্থ রাখার দিকে মনোযোগী হওয়া। হার্টের যতœ ও সুরক্ষার বিষয়ে সচেতনতা তৈরি করা স্পন্দনের মূল উদ্দেশ্য।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এ. এন. রাও বলেন, চট্টগ্রামবাসী তথা বাংলাদেশের সকল মানুষের সুস্বাস্থ্য প্রদানে ও হার্ট বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা তৈরি করেছি ‘স্পন্দন’। যেটির দ্বারা ওয়েবসাইটে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রত্যেকে পাবেন একটি ভার্চুয়াল মেম্বারশিপ কার্ড। কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় হার্টের স্বাস্থ্য সচেতনতা ও হৃদরোগ বিষয়ক তথ্য, ফ্রি ডায়েট চার্ট এবং ফিজিওথেরাপি নির্দেশনা ইত্যাদি পাওয়া যাবে।
হাসপাতালটি দশজনের সফল ওপেন হার্ট বাইপাস সার্জারি করেছে বলে জানান সংবাদ সম্মেলনে। যাদের সবাই সুস্থ আছেন। প্রয়োজন না হলে কাউকে সিসিইই, আইসিইউতে পাঠাবেনা। তারা বলেন, আমরা হাসপাতালটি করেছি, শুধু মাত্র সেবার জন্য। অবৈধ বা আইনসিদ্ধ নয় এমন কিছুর প্র্যাকটিস এখানে হবে না।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের অভিজ্ঞ ও সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সাইফুর রহমান সোহেল, কার্ডিয়াক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আমানুর রহমান খান এবং ডা. শাখাওয়াত হোসাইন।