চট্টগ্রাম,১৪ মে, ২০২৫:
চট্টগ্রামে নতুন চারটি হাসপাতাল স্থাপনের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। গত এক থেকে দেড় মাস ধরে দুটি হাসপাতালের স্থান নির্ধারণে কাজ করে আসছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনূস।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ও হাটহাজারী উপজেলায় দুটি হাসপাতাল তৈরি করার পরিকল্পনা করেছে সরকার। পাশাপাশি কালুরঘাট এলাকায় একটি ডেন্টাল হাসপাতাল ও একটি ডেন্টাল কলেজ তৈরির পরিকল্পনা করছে সরকার।
বুধবার, ১৪ মার্চ চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাটহাজারী ও কর্ণফুলী এলাকায় দুটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা চলছে। এতে করে রাঙামাটি-কাপ্তাই ওদিকের অঞ্চলের রোগীরা হাটহাজারী হাসপাতালে সেবা নিতে পারবেন এবং পটিয়া-সাতকানিয়া-চন্দনাইশ অঞ্চলের রোগীরা কর্ণফুলী হাসপাতালে সেবা নিতে পারবেন।’
তিনি বলেন, ‘চট্টগ্রামে কোনো ডেন্টাল কলেজ ও ডেন্টাল হাসপাতাল নেই। একটি ডেন্টাল কলেজ হাসপাতাল নির্মাণেরও পরিকল্পনা চলছে।’
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলী এলাকায় হাসপাতাল নির্মাণের জন্য চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনকে ২৩ একর জমি বরাদ্দের দলিল হস্তান্তর করেন। আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার হাত থেকে জমির দলিল গ্রহণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম।
দক্ষিণ কাট্টলীর ভূমি অফিস সংলগ্ন এই জমিতে নির্মিতব্য হাসপাতালে আধুনিক ক্যাথল্যাব, ওপেন হার্ট সার্জারি ইউনিট, ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি বিভাগ স্থাপন করা হবে। এছাড়া, দরিদ্র ও সুবিধাবঞ্চিত হৃদরোগীদের জন্য থাকবে বিশেষ সেবার ব্যবস্থা।
চট্টগ্রামে আধুনিক হৃদরোগ সেবা নিশ্চিতের লক্ষ্যে ২০২২ সালের ২৫ মে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন। বর্তমানে তারা নগরের গোলপাহাড় মোড় এলাকায় একটি ভাড়া ভবনে বহির্বিভাগের সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এর আগে ২৬ এপ্রিল নুরজাহান বেগম পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের খলিল মীর ডিগ্রি কলেজের সামনে হরিণখাইন আইডিয়াল স্কুল সংলগ্ন জায়গা পরিদর্শন করেন হাসপাতাল নির্মাণের জন্য।
একই দিন তিনি হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফটিকা বিল ও ১ নম্বর ওয়ার্ডের দেওয়াননগর মিঠাছড়া এলাকার সম্ভাব্য স্থান পরিদর্শন করেন অপর হাসপাতাল নির্মাণের জন্য।