চট্টগ্রাম, ২৭ অক্টোবর, ২০২৩
ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামীকাল ২৮ অক্টোবর বিএনপির মহা সমাবেশ রাজধানী ঢাকার নয়াপল্টনে। আর বিএনপির সমাবেশের পাল্টা শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ রাজধানীর বায়তুল মোকারমের দক্ষিণ গেটে। আওয়ামী লীগ ও বিএনপির এই সমাবেশকে ঘিরে দেশব্যাপী চাপা উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘাতের আশঙ্কা করছে দেশবাসী। সংঘাত ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা দেশের রাজনীতি সচেতন সব শ্রেণীপেশার মানুষের মধ্যে। তবে বিএনপি আজ রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলন ডেকে বলেছে, ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশের দিন কোনো সংঘাতের আশঙ্কা করছে না তারা। সংবাদ সম্মলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,দেশবাসীর প্রতি, সরকারের প্রতি আমাদের আহ্বান- দেশকে রক্ষা করতে হলে, জাতিকে রক্ষা করতে হলে, সংকটগুলো দূর করতে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু সরকার প্রতি পদে পদে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে সমস্ত কর্মসূচি বাধাগ্রাস্ত করার চেষ্টা করেছে। তিনি তাদের নেতাকর্মিদের গ্রেপ্তার করার অভিযোগ করেন আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে।
এদিকে সরকারের শীর্ষ স্থানীয় মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার বনানীর সেতু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল (কর্ণফুলী টানেল) উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেছেন, আসছে শনিবার আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলা হলে পাল্টা হামলা হবে। আমরা বিএনপির সভাস্থলে গিয়ে হামলা করতে যাব না। এ পর্যন্ত আমরা এটা করিনি, এটা করবও না। কারণ আমরা সরকারে আছি। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই।
তবে আগামীকাল ২৮ অক্টোবর বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দলের প্রায় পাশাপাশি পাল্টা সমাবেশের আয়োজন আইনশৃঙ্খলা বাহিনীও স্বাভাবিক ভাবে নিচ্ছে না। যে কারণে তারা বিএনপিকে নয়া পল্টনে আর আওয়ামী লীগকে বায়তুল মোকারমের দক্ষিণ গেটে সমাবেশ ঠেকানোর কথাও বলেছিল। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সার্বিক বিষয় বিবেচনা করছে পুলিশ। শেষ পর্যন্ত দুই দলের পছন্দের ভেন্যুতেই অভিন্ন শর্তসাপেক্ষে সমাবেশের অনুমোদন দেওয়া হতে পারে। শুক্রবার পুলিশের পক্ষ থেকে এই ঘোষণা আসতে পারে।
অন্যদিকে একই দিন মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দিয়েছিল জামায়াত। কিন্তু দলটিকে কোনোভাবেই সমাবেশ করতে মাঠে নামতে দিতে রাজি নয় পুলিশ। কারণ সংগঠনটি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত বলে পুলিশ স্মরণ করিয়ে দেন।
তবে আজ বিকালে শান্তি সমাবেশ উপলক্ষে আওয়ামী লীগ এক সংবাদ সম্মেলন করবে বলে জানা গেছে।
বিএনপি তাদের ১ দফা দাবিতে গত ১৮ অক্টোবর ঢাকায় মহা সমাবেশের ঘোষণা দিয়েছিল। এই সমাবেশ ঘিরে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি বাকযুদ্ধ চলছিল। তাদের রাজনৈতিক সমাবেশের এসব বাকযুদ্ধ থেকে জনমনে ছড়িয়ে উদ্বেগ-উৎকণ্ঠা।
Discussion about this post