চট্টগ্রাম, ১৫ অক্টোবর, ২০২৩:
জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় চলতি বছরের ৩০শ নভেম্বর।
আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন।
তিনি বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিস্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে। এরপর প্রতীক বরাদ্দ দিয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ১৮ ডিসেম্বর, ২০২৩ থেকে ৫ জানুয়ারি, ২০২৪ সকাল ৮টা পর্যন্ত।
প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল তার ভাষণে মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থী নির্বাচন করে সংসদ ও সরকার গঠনে নাগরিক দায়িত্ব পালনের জন্য ভোটারদের প্রতি আহবান জানান।
তিনি সংবিধানের অনুচ্ছেদ ১২৩ দফা (৩) উপদফা (ক)-এর বরাতে এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেন।
ভাষণে কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের মালিকানা প্রতিষ্ঠার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে অবাধ ও নিরপেক্ষ সংসদ নির্বাচন।অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের জন্য কাঙ্ক্ষিত অনুকূল রাজনৈতিক পরিবেশের প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি বলেন, সম্মানিত সকল ভোটারকে আহ্বান জানাচ্ছি আপনারা আগামি ২০২৪ এর জানুয়ারি মাসের ৭ তারিখে অনুষ্ঠেয় দীর্ঘ প্রতিক্ষিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে উৎসাহ, উদ্দিপনা, সাহস ও আত্মবিশ্বাস নিয়ে ভোটকেন্দ্রে এসে নির্বিঘ্নে স্বাধীনভাবে আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে সংসদ ও সরকার গঠনে নাগরিক দায়িত্ব পালন করবেন।
তিনি ভোট প্রদানে কারো হস্তক্ষেপ বা প্ররোচনায় প্রভাবিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোনো রকম হস্তক্ষেপ বা বাধার সম্মুখীন হলে একক বা সামষ্টিকভাবে তা প্রতিহত করবেন।
Discussion about this post