চট্টগ্রাম,১৮ ফেব্রুয়ারি,২০২৪:
চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে গতকাল ৫ম চট্টগ্রাম আইটি ফেয়ার-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। তিনি মেলা উদ্বোধনী বক্তব্যে বেশ কিছু প্রতিশ্রুতিও দিয়েছেন।
#আগামীতে চট্টগ্রাম নগরীতে ১৭০ কোটি টাকা ব্যয়ে নলেজ পার্ক স্থাপন করা হবে।
#একাডেমিয়া ও ইন্ডাস্ট্রিয়াল কলাবোরেশনের মাধ্যমে দক্ষ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা সৃষ্টি হবে।
#চট্টগ্রামে ১৫টি উপজেলায় ৫০ কোটি টাকা ব্যয়ে জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট সেন্টার গড়ে তোলা হবে।
#বন্দর নগরী চট্টগ্রামকে দেশের ভবিষ্যৎ সিলিকন সিটির আদলে রূপান্তরিত করা হবে।
#এ লক্ষ্যে চট্টগ্রামে আইসিটি ইনকিউবেটর ও শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেশন সেন্টার চালু করা হয়েছে।
#চট্টগ্রাম চেম্বারকে শেখ কামাল আইসিটি ইনকিউবেশন সেন্টারে ৫ হাজার বর্গফুটের জায়গা বরাদ্দ।
#শেখ কামাল আইসিটি ইনকিউবেশনে ফ্রিল্যান্সারদের কাজ করার সুযোগ
#ফ্রিল্যান্সাররা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, দ্রুতগতির ইন্টারনেট সেবাসহ ৬ মাস বিনা ভাড়ায় ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন।
#ফ্রিল্যান্সারদের কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখতে স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি থেকে ৫ লক্ষ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহজশর্তে ঋণ দেয়া।
#তৈরি করা হচ্ছে জেনারেটিভ এআই ইঞ্জিন যা আগামী ৬ মাসের মধ্যে পাইলট আকারে বাস্তবায়ন হবে।
দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালস’র (এসসিআইটিপি) যৌথ আয়োজনে ৩ দিনের মেলা উদ্বোধন করেন তিনি। তিনি মেলায় বিভিন্ন স্টলও পরিদর্শন করেন।
Discussion about this post