চট্টগ্রাম,৩০ অক্টোবর ২০২১
চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারের উদ্যোগে দানোত্তর কঠিন চীবর দানোৎসব উপলক্ষে এক আলোচনা সভা আজ চট্টগ্রাম জে এম সেন হল প্রাঙ্গণে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতি মন্ত্রী ফরিদুল হক খান এমপি। তিনি বলেন, বাংলাদেশের নাগরিক আমি, আপনি সকলে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে। সকলে সমান। সকলে বাঙালি। এখানে সংখ্যালঘু বলে কোনো কিছু নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধমনীতে অসাম্প্রদায়িকতার যে রক্ত বহমান সেটাই থাকবে।
তিনি আরো বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য রসুল মদিনা সনদে সেখানকার সকল সম্প্রদায়ের প্রতিনিধির সমন্বয়ে রাজ্য পরিচালনা করতেন। সুতরাং দেশে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের সেই সুযোগ দেওয়া হবে না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না।
এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আরমা দত্ত এমপি।, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ সভাপতি ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও বাংলাদেশ আওয়ামীলীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, যারা ধর্মকে ব্যবহার করে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চায়, যারা ধর্মকে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়, গণতন্ত্রকে ধ্বংস করতে চায় তারাই পূজা মন্ডপে হামলা করে। হামলাকারীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে।এই চিহ্নিত করার কাজ শুধু শেখ হাসিনার নয়, এই কাজ দেশের সকল মানুষের।হামলাকারীদের রাজনৈতিক মতলব কি প্রশ্ন রেখে বিপ্লব বড়ুয়া বলেন, সাম্প্রদায়িক সন্ত্রাস মেনে নেওয়া হবেনা। প্রতিটি ধার্মিক মানুষের কাজ হচ্ছে অধার্মিক মানুষকে চিহ্নিত করে থানায় নিয়ে যাওয়া।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘ নায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরের সভাপতিত্বে দানোৎসবের উদ্বোধন করেন ভদন্ত বোধিমিত্র মহাথেরো, প্রধান ধর্মদেশক ছিলেন বিদর্শনাচার্য আশিন জিনরক্ষিত মহাথেরো।
এছাড়া সভায় বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Discussion about this post