চট্টগ্রাম,১৮ এপ্রিল, ২০২৪:
গত কয়েকদিনের তীব্র গরমের মধ্যে আজ ১৮ এপ্রিল, বৃহস্পতিবার ভোরে বৃষ্টির দেখা মিলেছে। কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে। সকালে হাল্কা বৃষ্টিতে চট্টগ্রামবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও চট্টগ্রামে আজ দিনের তাপমাত্রা ছিল ৩৪ডিগ্রি সে. বলে আবহাওয়া অধিদপ্তর জানায়। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সকালে দিনের আলো ফুটতেই দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হয় তার রেশও বেশিক্ষণ ছিল না। যথারীতি বৈশাখের তাপদাহ শুরু হয়। তবে আজকে গত কয়েকদিনের চেয়ে গরম কম অনুভূত হয়েছে।
এদিকে সকালের দিকে হঠাৎ দমকা বজ্রবৃষ্টিতে নগরের কোথাও কোথাও পানি ওঠলেও একটানা বৃষ্টি না হওয়ায় জলাবদ্ধতা হয়নি। নালা দিয়ে পানি নামতে দেরি হওয়ায় সড়কে জলের সাথে ময়লা আবর্জনা জমে যায় কোথাও কোথাও। বৃষ্টিতে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকা, ওয়াসা মোড়, কাতালগঞ্জ, ষোলশহর, চকবাজার, বাকলিয়া, শুলকবহর, কাপাসগোলা ও পাঠানটুলিসহ নগরের বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমে থাকতে দেখা যায়। তবে বেশি বৃষ্টি না হওয়ায় রক্ষা পাওয়া গেছে।
যদিও সকালে কালবৈশাখীর তোড়ে আকাশ ঘন কালো মেঘে ঢেকে চারপাশে আঁধার নেমেছিল। কিন্তু আবহাওয়া অফিস বজ্রসহ ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে। আগামীকাল শুক্রবারও দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্ভাবনান কথা জানিয়েছে তারা। আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকবে।