চট্টগ্রাম,১৯ এপ্রিল, ২০২৪:
সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মজিবুর রহমান প্রকাশ মিঠা বাদশা (৪৫) নামে এক মাদক সম্রাট ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন। গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নেতা ফকির জামে মসজিদের উত্তর-পূর্ব পাশের টেলিভিটা ব্রিজের আব্দুর রশিদের টিনশেড বসতঘরের সামনের সড়কে চলাচলরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি (বন্দুক) ও ৫ রাউন্ড কার্তুজের গুলি উদ্ধার করে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানা পুলিশ বন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও সন্ত্রাসী মুজিবুর রহমান প্রকাশ মিঠা বাদশা মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নেতা ফকির জামে মসজিদ এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপ-পরিদর্শক আবদুর রবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিঠা বাদশা পালিয়ে যেতে চাইলে পুলিশ তাকে জাপটে ধরে আটক করে। পরে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি চালিয়ে একটি এলজি (বন্দুক) ও ৫ রাউন্ড কার্তুজের গুলি উদ্ধার করে। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার বলেন, গ্রেপ্তারকৃত মজিবুর রহমান বাদশা বন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। শুধু তাই নয়, তার বিরুদ্ধে মাদার্শা ইউনিয়ন এলাকায় মাদক বিস্তারে ভূমিকা রয়েছে বিশ্বস্থ সূত্রে জানা গেছে। তার কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে আজ (শুক্রবার) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।