চট্টগ্রাম, ২১ এপ্রিল,২০২৪:
রাঙ্গুনিয়া সমিতি, চট্টগ্রামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠান গতকাল (২০এপ্রিল) রাত আটটায় চট্টগ্রাম নগরীর দেওয়ানঞ্জী পুকুর পাড়ের ওয়াইএনটি সেন্টারে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, এমপি।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদকে সংবর্ধনা প্রদান করেন রাঙ্গুনিয়া সমিতি, চট্টগ্রামের সভাপতি খালেদ মাহমুদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ নুরুল আনোয়ার সহ সমিতির সদস্যবৃন্দ।
সমিতির সভাপতি খালেদ মাহমুদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মোহাম্মদ সেকান্দর চৌধুরী, মানবাধিকার ও নারীনেত্রী এডভোকেট কামরুন নাহার বেগম, প্রফেসর জিনবোধি ভিক্ষু, প্রফেসর গিয়াস উদ্দিন তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান সিকদার সহ সমিতির সদস্যবৃন্দ ও রাঙ্গুনিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Discussion about this post