চট্টগ্রাম,২১ এপ্রিল, ২০২৪:
চট্টগ্রাম নগরীতে র্যাবের নাম দিয়ে যানবাহন থেকে চাঁদাবাজি করায় ৪ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তারকৃতরা হলেন-১। মোঃ শফি (৫৮), ২। মোঃ আবুল কালাম আজাদ (৫৪), ৩। মোঃ রাশেদ (৩২), ৪। মোঃ শাকিল (২৮)। গ্রেপ্তারকৃত চার চাঁদাবাজ চট্টগ্রাম নগরে বসবাসকারী।
মহানগরীর পাহাড়তলী থানাধীন এ-ব্লক বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পাকা রাস্তার উপর বিভিন্ন বাস, টেম্পু ও সিএনজি অটোরিক্সা চালকদের গাড়ি দাঁড় করিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করার সময় র্যাব-৭ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
র্যাব-৭ তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,
সম্প্রতি চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় র্যাবের নাম ভাঙ্গিয়ে জনৈক মোঃ শফি নামে এক ব্যক্তি চাঁদা আদায় করছে মর্মে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের প্রেক্ষিতে র্যাব-৭ নজরদারীর এক পর্যায়ে র্যাব-৭ গত ২০ এপ্রিল অভিযান চালিয়ে চাঁদাবাজির মূল হোতা মো. শফি সহ চারজনকে গ্রেপ্তার করে।
র্যাব তাদের কাছ থেকে চাঁদাবাজির ৪৪,৪৫০ টাকা উদ্ধার করেছে।
গ্রেফতারকৃতরা চাঁদাবাজির কথা স্বীকার করেছে বলে র্যাব জানায়। যারা বিগত ৪/৫ বছর যাবৎ বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙ্গিয়ে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সিএনজি, বাস, টেম্পু, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহনের গতিরোধ করে অবৈধভাবে জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করে আসছিল। বিভিন্ন গাড়ি হতে ২০ টাকা হতে ১,০০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করত তারা।