চট্টগ্রাম, ১৩ নভেম্বর, ২০২৪:
চট্টগ্রাম সিটি কর্পোরেশন আজ সকালে নগরের লালদিঘি পাড়ের চসিক পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষে ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, যে আলেমসমাজ সিটি কর্পোরেশনের ২৫০ জন প্রতিনিধিকে আমি এখানে ডেকেছি। শুক্রবার নামাজের আগে ডেঙ্গুর ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। একই সাথে চসিকের মেমন হসপিটালে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল করেছি। সেখানে বিনামুল্যে এন্টিজেন পরীক্ষা করা হচ্ছে। ডেঙ্গু বিষয়ক বার্তাটি তাদের হাতে দিয়েছি।উনাদের বলেছি খুতবার আগে যাতে তারা এটা মুসুল্লিদের পড়ে শোনায়। তাদের কথা মুসল্লিরা অবশ্যই শুনবেন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে তারা এটা তাদের বলবেন। অর্থাৎ সৎকাজের আদেশ দেওয়া। একই সাথে মশার বংশবিস্তার ধ্বংসের জন্য নতুন মশক নিধন ঔষধ স্প্রে করছি। যেটি পরিবেশবান্ধব মশক নিধন ক্যামিকেল। একই সাথে সিটি কর্পোরেশনের আলেমদের জরায়ুমুখ ক্যান্সারের টিকা এইচপিভি গ্রহণের জন্য ৯ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের জন্য সামাজিক সচেতনতা সৃষ্টিতে কাজ করবেন।
সভায় চসিক মেয়র আরো বলেন,চসিক এর পরিচ্ছন্নতা কর্মীরা যদি তাদের কাজে কোনো গাফিলতি করে অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এতে আরো বক্তব্য রাখেন চসিক সচিব আশরাফুল আমিন ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজেমি,
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ফোরকানিয়া মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি হাফেজ মাওলানা আমান উল্লাহ।
সভা শেষে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন নগরীর লালদিঘি এলাকায় ডেঙ্গু সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন পথচারিদের মধ্যে লিপলেট বিতরণ করেন।