চট্টগ্রাম,৫ অক্টোবর, ২০২৪:
জেলা পর্যায়ে চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনের ঘোষণা দিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত মোতাবেক সম্মেলনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির নাসিমন ভবনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান এই ঘোষণা দেন। এতে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইঁয়া সহ বিএনপির জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান বলেন, ৮০ দিনের মধ্যে চট্টগ্রাম মহানগর সহ চট্টগ্রাম উত্তর জেলা, ফেনি, লক্ষ্মীপুর, কক্সবাজার, খাগড়াছড়ি জেলার তৃণমূল থেকে জেলা কাউন্সিল সম্পন্ন করতে হবে। এসব কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। আশি দিন পর চট্টগ্রামের বাকি চার জেলা- নোয়াখালী, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রাম দক্ষিণ জেলার কাউন্সিল সম্পন্ন করা হবে।