চট্টগ্রাম,৭ ডিসেম্বর, ২০২৪:
চট্টগ্রামে আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত স্কুল (”ইন্টারন্যশনাল স্কুল অ্যাওয়ার্ডস দুবাই ২০২৩”) ‘সিভা-ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুল’ ও শিশু বিকাশ ইন্সটিটিউট ‘‘Children With Spacial Needs Department of CIVA” – সিভার যৌথ আয়োজনে “৮ম সিভা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আজ ৭ ডিসেম্বর বিকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সিভা স্কুলের শিশু, কিশোরদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে পরিবেশনায় ছিল – নৃত্য , সঙ্গীত, ম্যাজিক শো, আবৃত্তি সহ অন্যান্য সৃজনশীল বিষয়সমূহ। এতে স্কুলের তিন শতাধিক অভিভাবক উপস্তিত ছিলেন। শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে সিভার ফাইন আর্ট শিক্ষিকা পৃথ্বীষা বৈদ্যের কিউরেটিংয়ে শিশুদের ১০০ এর বেশি শিল্পকর্ম নিয়ে আর্ট গ্যালারিতে শুরু হয়েছে বার্ষিক চিত্র প্রদর্শনী যা চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সিভার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হাসান মুরাদ বলেন, চট্টগ্রামে সিভা একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আছে ইনক্লুসিভ শিক্ষার পরিবেশ, সরকার ২০১০ খ্রিস্টাব্দে প্রাক-প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করলে তার তাৎপর্য অনুধাবন করে এবং সেই আলোকে ২০১৭ সালে গড়ে তোলা হয় সিভা-স্কুল ও সিভা ইনস্টিটিউট। বিগত ৮ বছরে প্রায় ৩০০০ এর অধিক শিশুর Pre-schooling, Early Childhood Education ও Primary Education আমরা সফলভাবে নিশ্চিত করেছি। তাছাড়া সিভা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আলাদা Children With Spacial Needs Department প্রতিষ্ঠা করে এই পর্যন্ত ১৫০০ এর অধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অত্যন্ত সফল্যের সাথে বিভিন্ন থেরাপি ও প্রাক-প্রাথমিক শিক্ষা আমরা নিশ্চিত করেছি ।
সিভার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল নুসরাত জাহান মিশু শুভেচ্ছা বক্তব্যে বলেন, সিভা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক-প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হলো ‘আনন্দময় ও শিশুবান্ধব পরিবেশে বিভিন্ন খেলা, এক্টিভিটি ও কাজের মাধ্যমে শিশুকে আনন্দের মাধ্যমে শেখানো যেন শিশুরা পড়াশুনাকে চাপ মনে না করে। পাঁচলাইশ আবাসিক ১০৭ গোল চত্বরে আমাদের সুপরিসর ক্যাম্পাসে রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা । শিশু বিকাশ, শিশুর মানসিক সুস্থতা ও শিক্ষার মান উন্নয়নে সিভা নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা দেশের বাইরে আন্তজার্তিক অঙ্গনেও প্রশংসিত হচ্ছে । সিভা নিয়মিত আয়োজন করেছে বেশ কিছু বিষয় ভিত্তিক কর্মশালা , সেমিনার ও হেলথ ক্যাম্প।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভার উপদেষ্টা ডাক্তার প্রফেসর ড. মাহমুদ এ চৌধুরী আরজু, প্রয়াস-চট্টগ্রামের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোরশেদ, ডেন্টাল সার্জন ডা. এস এম সারওয়ার আলম।
অতিথিবৃন্দ সিভার স্কুলের শিক্ষার কার্যক্রমের প্রসংশা করে বলেন, শৈশবই শিশুদের মূল্যবোধ ও নৈতিকতা বিকাশের উপযুক্ত সময়। তাই শিশুদের পড়াশুনার পাশাপাশি সৃষ্টিশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিশু-কিশোরদের দেশপ্রেম, শ্রদ্ধাবোধ, সততা, শিষ্টাচার, দায়িত্বশীলতা ও শৃংখলাবোধ সম্পর্কে শিক্ষা দিয়ে নিঃসন্দেহে সুনাগরিক হিসেবে গড়ে তুললে দেশের সম্পদে পরিণত হবে। তারা ‘সিভা-ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুল’ ২০২৪ সালে প্রাক-প্রাথমিক শিক্ষা সফলভাবে সম্পন্ন করা শিশুদের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। পরে তারা শিক্ষার্থীদের চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।
Discussion about this post