চট্টগ্রাম, ২৩ এপ্রিল, ২০২৫:
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষার্থীদের দন্ত স্বাস্থ্যসেবায় আরও সহজলভ্য ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে “ছাত্রকল্যাণ দপ্তর, সিভাসু” এবং “সার্জিস্কোপ ডেন্টাল ক্লিনিক”-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ ছাড়ে ওরাল ও ডেন্টাল সার্জারি সেবা গ্রহণ করতে পারবেন। শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পিতা-মাতাও এই সুবিধার আওতায় থাকবেন, যা এ উদ্যোগকে আরও মানবিক ও ব্যতিক্রমী রূপ দিয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভাসুর সকল অনুষদের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের প্রতিনিধি, সার্জিস্কোপ ডেন্টাল ক্লিনিকের পক্ষে ডা. মিজানুর রহমান এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলম। অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলম তার বক্তব্যে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুস্থতাই তাদের একাগ্রতা ও সাফল্যে অনুঘটক হিসেবে কাজ করে। এ লক্ষ্যে এ ধরনের উদ্যোগ আমাদের শিক্ষার্থীবান্ধব পরিবেশ গঠনে সহায়ক হবে।
সার্জিস্কোপ ডেন্টাল ক্লিনিকের এ সুবিধা গ্রহণের জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে সেবা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীরা এমন এক সময়োপযোগি ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রকল্যাণ দপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানান। বিজ্ঞপ্তি
ছবি: সমঝোতা চুক্তির পর ছাত্রছাত্রীদের সাথে সিভাসুর ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলম।
Discussion about this post