চট্টগ্রাম, ২১ এপ্রিল, ২০২৫:
লায়ন্স ক্লাব অব চিটাগাং, সেন্ট্রাল শাপলা গত ১৮ এপ্রিল হালিমা রোকেয়া হল,লায়ন্স ফাউন্ডেশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন লায়ন্স ক্লাব সেন্ট্রাল শাপলার চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠানের আয়োজন করে। এ ক্লাবটি গত ৯ আগস্ট ২০২৪ সালে লায়ন্স ইন্টারন্যাশনাল ইউএসএ থেকে অনুমোদনপ্রাপ্ত হয়ে লায়ন্স জেলা ৩১৫ বি ৪ এর একটি গতিশীল ও সক্রিয় ক্লাব হিসাবে আত্মপ্রকাশ করে। এটি একটি মহিলা ক্লাব যার সদস্য সংখ্যা ২২ জন।
অনুষ্ঠানে নতুন ক্লাবের সদস্যবৃন্দের অন্তর্ভুক্তি, শপথ, ডিজি রিসিপশান, নতুন ব্রুশিউরের মোড়ক উন্মোচন, নতুন সদস্যদের জন্য আসা লায়ন্স ইন্টারন্যাশনাল থেকে প্রাপ্ত উপহার বিতরণ, ডিজি টিম কে উত্তরীয় পরিয়ে বরণ, আগত লায়নবৃন্দ ও অতিথিদের মাঝে উপহার বিতরণ এবং কেক কাটার পর ডিনারের আয়োজনের মাধ্যমে চার্টার প্রেজেন্টেশন
অনুষ্ঠানটি পালন করা হয়। সবশেষে গানের আয়োজন ছিল মনোমুগ্ধকর। লায়ন শিরিন আক্তারের সভাপতিত্বে, লায়ন লুবনা হুমায়ূন ও লায়ন ডঃ জাকিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ, বিশেষ অতিথি ছিলেন সম্মানিত প্রাক্তন জেলা গভর্নর লায়ন এ কাইয়ুম চৌধুরী এমজেএফ এবং সম্মানিত কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, জিইটি লায়ন আনিসুল হক, সম্মানিত জিএলটি লায়ন জাহানারা বেগম, এমজেএফ, জিমটি লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাস এমজেএফ, সম্মানিত এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন হুমায়ুন কবির, সম্মানিত রিজিয়ন চেয়ারপার্সন ও ক্লাব ফাউন্ডার লায়ন সোহেলা রহমান মাহমুদ, কনসার্ন জোন মানজারে খুরশিদ আলম এমজেএফ, প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব সেন্ট্রাল হানিফা নাজিব হেনা ও প্রেসিডেন্ট রৌদুসী ক্লাব লায়ন দেবাশীষ দাস, সিনিয়র লায়ন্সবৃন্দ এবং ক্লাব সেক্রেটারি জুয়েনা আফসানা, ট্রেজারার লায়ন রওশন আক্তার সহ ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Discussion about this post