চট্টগ্রাম, ২১ এপ্রিল, ২০২৫:
মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ৬ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে দুটি জেটির সমন্বয়ে একটি টার্মিনালের নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। জেটি দুইটির একটির দৈর্ঘ্য ৪৬০ মিটার। অপরটি মালটিপারপাস জেটি-৩০০ মিটারের।
আগামীকাল ২২ এপ্রিল জাপানি প্রতিষ্ঠানের সাথে চুক্তির পর শুরু হবে নির্মাণ কাজ।
অন্তর্বর্তীকালীন সরকারের নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. সাখাওয়াত হোসেন মাতারবাড়ি বন্দর পরিদর্শনের পর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজে গতিশীলতা আসে। তারই অংশ হিসাবে অগ্রাধিকার ভিত্তিতে এ দুটি টার্মিনাল নির্মাণ শুরু হবে চুক্তিটির পর। জাইকা এ প্রকল্পের জন্য অর্থায়ন করবে। টার্মিনাল নির্মাণ করবে জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান এবং থোয়া করপোরেশন। আগামী ২২ এপ্রিল প্রতিষ্ঠান দুইটির সাথে এই চুক্তি সম্পাদিত হবে। ৪ বছরের মধ্যে ৪৬০ মিটার দীর্ঘ একটি কন্টেনার জোট এবং ৩০০ মিটার দীর্ঘ একটি মাল্টিপারপাস জেটি নির্মাণ করবে। দুইটি জেটির জন্য সমন্বিতভাবে নির্মাণ করা হবে একটি টার্মিনাল।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন , আগামী ২২ এপ্রিল জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণকাজের চুক্তি সম্পাদিত হবে। চুক্তি সম্পাদনের পরপরই মাতারবাড়িতে জেটি নির্মাণের কাজ শুরু হবে বলেও তিনি জানান। তিনি বলেন, নির্মাতা প্রতিষ্ঠানের সাথে চুক্তিটি একটি বড় পদক্ষেপ। এর মাধ্যমে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণে নতুন গতিশীলতা তৈরি হবে।
৪৬০ মিটার দৈর্ঘ্যের জেটিতে শুধুমাত্র কন্টেনার হ্যান্ডলিং করা হবে। অপরটি মাল্টিপারপাস জেটি। দুইটি জেটিতে একইসাথে বড় আকৃতির তিনটি, মাঝারি আকৃতির চারটি মাদার ভ্যাসেল বার্থিং দেয়া যাবে।