চট্টগ্রাম, ৯ এপ্রিল, ২০২৫:
শহীদ আহমদুল হক চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সম্প্রতি বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক। এতে প্রধান অতিথি ছিলেন, ফ্লাইট সার্জেন্ট (অব.) ও বর্ষিয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার সামশুল আলম। বিশেষ অতিথি ছিলেন, ইউসুফ আলী সওদাগর, বাঁচা সওদাগর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হানিফ, ফরিদুল আলম, জাফর আহমদ, মো. কামাল উদ্দিন, মনছুর আহমদ ও আবুল কালাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নুরুন্নবী, জনকল্যাণ আর্দশ উচ্চ বিদ্যালয় শিক্ষক মো.ইউনুছ , ইছামতী এয়াকুব মরিয়ম স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, শিক্ষিকা লাকি চক্রবর্তী, তরুণ চোধুরী, মোহাম্মদ নুরুল আলম, চুমকি চক্রবর্তী, মৌলানা আব্দুল মান্নান, ইকবালুর রহমান, নিজামুল আলম, সাংবাদিক সোহেল তাজ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভালো শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ তথা সমাজের উন্নয়নের পথযাত্রী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সুন্দর, আদর্শ সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করার মাধ্যমে শিক্ষার প্রতি তাদের আগ্রহ সৃষ্টি ও তাদের অনুপ্রেরণা দিয়ে পাশে থাকার জন্য বক্তারা আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে এসএসসি ২০২৪ সালের এ+ প্রাপ্তদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
Discussion about this post