চট্টগ্রাম, ৯ এপ্রিল,২০২৫:
চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল ৮ এপ্রিল সকালে বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিল্টন বিকাশ দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম উদ্দিন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক মো. কামাল উদ্দিন, বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি চক্রবর্তী ও বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরী।
উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিহাব উদ্দিন, শাহিদা বেগম, শামীমা আক্তার, সুপ্রীতি চক্রবর্তী, মো. সাইফুদ্দিন, সহকারী শিক্ষক ছন্দা কর চৌধুরী, মৃণাল দাশ, আছপা আক্তার, কুসুম আক্তার, সহকারী শিক্ষক চম্পা আক্তার, রুম্পা সেন, শহিদুল ইসলাম, প্রিয়া সুশীল, সাখাওয়াত হোসেন ও নারায়ণ সেনসহ শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি
Discussion about this post