চট্টগ্রাম, ৩ জুলাই, ২০২৫:
চট্টগ্রামের রাংগুনিয়া উপজেলার চন্দ্রঘোনা গ্রামের হযরত হাফেজ ছমিউদ্দিনশাহের(র.) প্রিয় মুরিদ, হযরত সূফি মুহাম্মদ কালু মিয়া ফকিরের(র.) ১ম পুত্র মরহুমমাওলানা মোহাম্মদ শামসুল হকের চালিশা ফাতেহা মেজবানি আগামীকাল শুক্রবার চন্দ্রঘোনা ফকিরপাড়ার নতুন বাসভবনে অনুষ্ঠিত হবে।
ফাতেহা উপলক্ষে কুরআনখানি, মিলাদ কিয়াম, এতিম-মিসকিন,অসহায় নারী-পুরুষদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হবে।
এতে উপস্থিত থাকবেন- বিভিন্নরাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ।
আয়োজন সফল করার জন্য সবার দোয়া চেয়েছেন মরহুমের পুত্র মুহাম্মদমিজানুর রহমান, মুহাম্মদ ইসমাইল হোসাইন, ক ম ফ মুহাম্মদ ইকবাল হোসাইন ও মুহাম্মদ জোবাইরুল আরফাত। বিজ্ঞপ্তি