চট্টগ্রাম, ৩ জুলাই, ২০২৫:
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলার আইন বিষয়ক সম্পাদক, জেলা আইনজীবী সমিতি সদস্য ও দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের চাচা প্রথিতযশা আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মির্জা কছির উদ্দিন আহমদ (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৩জুলাই) সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার সন্তানদের মধ্যে বড় ছেলে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মির্জা শোয়েব মুহিতসহ তিন ছেলে-মেয়ে আইন পেশা ও অপর মেয়ে ব্যাংক কর্মকর্তা। তিনি সাতকানিয়ার চিকিৎসা মরহুম মোহাম্মদ আবুল ফয়েজের ছোট ভাই।
মরহুম কছির উদ্দিন স্নাতক হওয়ার পর চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি পাস করে আইন পেশায় নিয়োজিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং মুক্তিযুদ্ধের পর চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
২০১৭ সাল থেকে তিনি মরণব্যাধি ক্যান্সার রোগে ভুগছিলেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম আদালত ভবনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে নিয়ে যাওয়া হয়। আসরের নামাজের পর দেওদীঘি কে এম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে গার্ড অব অনার শেষে দ্বিতীয় ও মধ্যম মাদার্শা বুড়ি পুকুর মসজিদ মাঠে সর্বশেষ নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক হাসান আলী, সাতকানিয়া ল’ ইয়ার্স সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট এ এস এম বজলুর রশিদ মিন্টু এবং সাংবাদিক হোসাইন তৌফিক ইফতিখার এর চাচা মুক্তিযোদ্ধা মির্জা কছিরের মৃত্যুতে সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে সুকান্ত বিকাশ ধর, দিদারুল আলম, জাহেদ হোসাইন, হারুনর রশিদ, ইকবাল মুন্না, তারেক হোসাইন, সাইফুল ইসলাম, মিনহাজ বাঙালি ও মো.আরিফুল ইসলামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন গভীর শোক জানিয়েছেন।