চট্টগ্রাম, ০২ জানুয়ারি, ২০২৫:
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না মঞ্জুর করেছে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত।
আজ সকালে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে জামিন শুনানি হয়। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী মফিজুল হক ভূঁইয়ার বরাত দিয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বলেছেন, বিজ্ঞ আদালত আসামী চিন্ময় দাস ব্রহ্মচারির জামিন না মঞ্জুর করেছেন। তারা সংক্ষুব্ধ হলে আদালতের আদেশে হাইকোর্টে জামিন শুনানি করতে পারবেন।
তিনি জানিয়েছেন, রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত চিন্ময় কৃষ্ণের পক্ষে আইনজীবী অপূর্ব ভট্টাচার্যের নেতৃত্বে একটি দল মামলার শুনানিতে অংশ নেন। আধাঘণ্টার মধ্যে শান্তিপূর্ণভাবে শুনানি সম্পন্ন হয়।
চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই চট্টগ্রাম আদালতের প্রবেশমুখে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিল। নিরাপত্তা জোরদার করা হয় আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায়।
গত ৩১ অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের পর ২৬ নভেম্বর আদালত তাকে জেল হাজতে পাঠায়। আদালতের আদেশের পর ওইদিন চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে তার অনুসারীদের বিক্ষোভ পরবর্তী সহিংসতার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করা হয়।
Discussion about this post