চট্টগ্রাম, ০১ জানুয়ারি, ২০২৪:
ঐতিহ্যবাহী চিটাগাং ক্লাবে অত্যন্ত জাঁকজমক ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৪ সালকে বিদায় ও বরণ করা হয় ২০২৫ সালকে। ৩১ ডিসেম্বর, মঙ্গলবার ২০২৪ রাত ১২ টা ০১ মিনিটে এ উপলক্ষে দৃষ্টিনন্দন কেক কাটা হয়। গতকাল ১ জানুয়ারি, বুধবার বিকেলেও ক্লাব সদস্যদের ছেলে-মেয়েদের জন্য ও অভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় উ¤ু§ক্ত ক্লাব লনে। নানা আয়োজন সহ মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান উপভোগের মধ্য দিয়ে ক্লাব সদস্যরা বরণ করে নেয় নতুন বছরকে। উভয় অনুষ্ঠানে চিফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ)। এসময় সংক্ষিপ্ত ভাষণে তিনি সুন্দর সমাজ বিনির্মাণে পরস্পর সম্প্রীতি গড়ে তোলার জন্য সামাজিক ক্লাবগুলোর মাধ্যমে মানব সভ্যতা বিকাশে সম্মিলিত প্রচেষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, চিটাগাং ক্লাবের মত একটি ঐতিহ্যবাহী ক্লাবের আভিজাত্য রক্ষায় সকলের আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন। অনুষ্ঠানে চিটাগাং ক্লাবের ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার ফরহাদ এবং সিসিএল কার্য নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে জাবেদ হাশেম (নান্নু), চৌধুরী এম মাহতাব উদ্দিন (হুমায়ুন), এ এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি), শেখ হাসান জামান, তৌফিক ফরহাদ নুর, দিলদার আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম ও মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ক্লাব সদস্য অংশ নেন। ছবি: চিটাগাং ক্লাবে বর্ণাঢ্য বর্ষ বিদায় ও ২০২৫ বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ। বিজ্ঞপ্তি
Discussion about this post