চট্টগ্রাম, ২১ নভেম্বর, ২০২১:
সন্তানদের নিজের কাছে রাখার জন্য সুদূর জাপান থেকে বাংলাদেশে ছুটে আসা জাপানি নাগরিক নাকানো এরিকোর আশা পূরণ হচ্ছে না। বাংলাদেশের উচ্চ আদালতের রায়ে সন্তানদের অভিভাবকত্ব পেয়েছেন নাকানো এরিকের দুই সন্তানের পিতা ইমরান শরীফ।
আর নাকানো এরিকো বছরে তিনবার ইমরান শরীফের খরচে বাংলাদেশে এসে অন্তত ১০ দিন সন্তানদের সাথে সময় কাটাতে পারবেন। আসাযাওয়া সহ ১০ দিন থাকা অবধি সকল খরচ ইমরান শরীফ বহন করবেন। এর বাইরে বাংলাদেশে এসে সন্তানদের সাথে অতিরিক্ত সময় থাকতে চাইলে এর যাবতীয় খরচের দায় এরিকোকে বহন করতে হবে। এছাড়া মাসে অন্তত দুইবার ভিডিওকলে সন্তানদের সাথে সাথে যোগাযোগ করতে পারবেন এরিকো। আর গত কয়েক মাস যাবত বাংলাদেশে অবস্থান ও যাতায়াত খরচ বাবদ নাকানো এরিকোকে খরচ বাবদ ৭ দিনের জন্য ১০ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছে ইমরান শরীফকে।
বাবা ও মায়ের দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ রোববার এ রায় দেন। আদেশে বলা হয়েছে, আমরা শিশুদের সঙ্গে চারবার খাস কামরায় কথা বলেছি। শিশুদের সঙ্গে কথা বলা এবং আইনজীবীদের মতামত গ্রহণ করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। শিশুদের সর্বোচ্চ স্বার্থের কথা বিবেচনা করে এই আদেশ দেওয়া হয়েছে। আদালত বলেছেন, রিটটি (শিশুদের মা) চূড়ান্ত নিষ্পত্তির আগে যেকোনো পক্ষ আদালতের এই আদেশ প্রতিপালিত না হলে বা অন্য কোনো আদেশ চেয়ে আদালতে আসতে পারবেন। সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তা দুই শিশুর দেখভাল অব্যাহত রাখবেন। প্রতি তিন মাস পর শিশুদের বিষয়ে হাইকোর্টের রেজিস্ট্রার বরাবর প্রতিবেদন দাখিল করবেন।
বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ইমরান শরীফ(৫৮) ও জাপানি নাগরিক নাকানো(৪৬) এরিকোর মধ্যে ২০০৮ সালে ১১ জুলাই বিয়ে হয়। গত ১৮ জানুয়ারি এরিকোর সাথে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন ইমরান। বিবাহিত জীবনে তাদের তিন সন্তান জেসমিন মালিকা, লাইলা লিনা ও সর্বশেষ আর একটি মেয়ের জন্ম হয়। ১৮ ফেব্রুয়ারি বিবাহ বিচ্ছেদের আবেদন করার পর ইমরান ২১ ফেব্রুয়ারি তার দুই সন্তান লাইলা ও মালিকাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। মেয়ের খোঁজে ১৮ জুলাই বাংলাদেশে আসেন এরিকো। এরপর ১৯ আগস্ট ইমরানের কাছ থেকে ১০ ও ১১ বছর বয়সী মেয়ে দুটিকে ফিরে পেতে একটি রিট আবেদন করেন। অন্যদিকে ছোট মেয়েকে ফিরে পেতে পাল্টা আর একটি রিট আবেদন করন ইমরান। রিট দুটির উপর গত ৩১ অক্টোবর শুনানি শুরু হয়।
সূত্র: সংবাদ মাধ্যম।