চট্টগ্রাম, ২১ নভেম্বর, ২০২১ :
আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করেছিল। যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ চট্টগ্রাম নৌ অঞ্চলে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে বেলা ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত চট্টগ্রাম নেভাল জেটিতে বানৌজা প্রত্যাশা সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় নৌবাহিনীর জাহাজসমূহ পরিদর্শনের জন্য সকল বয়সী উৎসাহী মানুষের সমাগম হয়। এছাড়া নৌ অঞ্চলে সকল ঘাঁটি ও জাহাজসমূহে সশস্ত্র বাহিনীর অবদানের উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অন্যদিকে নৌ বাহিনী স্কুল ও কলেজ সমুহে দিবসটি উপলক্ষে কবিতা আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
সশস্ত্রবাহিনী দিবসকে মহিমান্বিত করতে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া সশস্ত্র বাহিনী দিবসের শুরুতে চট্টগ্রাম নৌ অঞ্চলের মসজিদসমূহে বাদ ফজর দেশ, জাতি, সশস্ত্র বাহিনীর কল্যাণ ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়।
Discussion about this post