চট্টগ্রাম, ৯ মে, ২০২৫:
জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে “তারুণ্যের ভবিষ্যত ভাবনা, ভবিষ্যত বাংলাদেশ: কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার আজ ৯ মে বিকালে চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী সড়কের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে কর্মসংস্থানের জন্য প্রথমত, দ্বিতীয়ত এবং তৃতীয়ত প্রয়োজন বিনিয়োগ। বিনিয়োগ না হলে অর্থনৈতিক উন্নয়নের সকল প্রচেষ্টা ব্যাহত হবে। বিনিয়োগ না হলে কোথাও সফল হওয়া যাবে না। এজন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। রাজনীতিতে গণতন্ত্র দরকার। গণতন্ত্র মানে নির্বাচিত সরকার। অর্থাৎ জবাবদিহিতা। দেশে আজ নির্বাচিত সরকার নেই। জবাবদিহিতার সরকার নেই। এখন বিনিয়োগের নামে দেশে সার্কাস চলছে। যারা বিনিয়োগ বুঝে তারা জানে সার্কাসের মাধ্যমে বিনিয়োগ হবে না।
আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আব্দুল্লাহ্-আল-মামুন, পাঠাও’র অন্যতম উদ্যোক্তা ফাহিম উদ্দিন, যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি লেকচারার জামাল উদ্দিন, রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন খান, চলচ্চিত্র নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ , প্রকৌশলী মুনতাসির মুনীর, রাজনৈতিক বিশ্লেষক সাইয়েদ আব্দুল্লাহ, ব্যাংকার শাফকাত রাব্বী সহ বিভিন্ন পেশার বিশেষজ্ঞগণ ।
এতে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরি এনি, কেন্দ্রিয় নেতা এস এম ফজলুর রহমান, সুলতান সালাউদ্দিন টুকু সহ বিএনপির কেন্দ্রিয় নেতৃবৃন্দ ও চট্টগ্রাম মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রশ্নোত্তর পর্বে তরুণ উদ্যোক্তা ও ছাত্রছাত্রীবৃন্দ আলোচকদের সাথে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।
Discussion about this post