চট্টগ্রাম, ০৮ অক্টোবর, ২০২৫:
চট্টগ্রামে আরো মানসম্পন্ন লিভার চিকিৎসা দেওয়ার জন্য ৭ অক্টোবর চমেক হাসপাতালে চালু করা হয়েছে আলাদা ৫ শয্যার হেপাটোলজি বিভাগ। ৭ সেপ্টেম্বর দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ চট্টগ্রামে লিভার চিকিৎসার সুযোগসুবিধা বাড়ানো ও যেসব কারণে লিভার রোগ হয় সে ব্যাপারে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ancillary বিল্ডিংয়ের তৃতীয় তলায়
৫ শয্যার ইনডোর সার্ভিসেস অফ ডিপার্টমেন্ট অফ হেপাটোলজি নামে এ ওয়ার্ডটি উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের মৌলিক অধিকার। চমেক হাসপাতালে আলাদা লিভার ওয়ার্ড চালু হওয়ায় রোগীদের স্বাস্থ্যসেবার মান আরো বাড়বে।
মরণব্যাধি হেপাটাইটিস সহ লিভারের চিকিৎসায় যে সব সুযোগসুযোগ দিয়ে ওয়ার্ডটি চালু করা হয়েছে তা পর্যায়ক্রমে আরো বাড়ানো হবে বলে জানান ওয়ার্ডের হেপাটোলজি বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার এবিএম আদনান।
প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজনের কথা জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও হেপাটোলজি বিভাগের চিকিৎসক ডা. আবদুল্লাহ আল মাহমুদ।
তারা জানান, হেপাটোলজি বিভাগের পাঁচটি শয্যার তিনটি পুরুষ ও দুটি মহিলাদের জন্য।
হেপাটোলজি বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার এবিএম আদনানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার জসীম উদ্দিন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন, কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার আবদুর রব।