চট্টগ্রাম, ১২ অক্টোবর? ২০২৫:
চট্টগ্রাম শাহী জামে মসজিদ, আন্দরকিল্লার ঐতিহ্যবাহী মূল কাঠামো অক্ষুণ্ন রেখে মসজিদটি পুনঃনির্মাণ করা হবে। মসজিদটি পুনঃনির্মাণের মাধ্যমে আধুনিকীকরণ করতে সরকারিভাবে আনুমানিক চারশ কোটি টাকার একটি প্রাক্কলন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে আজ এ মসজিদ নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ উপলক্ষে আজ দুপুরে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আন্দরকিল্লা মসজিদটি হবে একটি আইকনিক মসজিদ। এজন্য আমার মন্ত্রণালয় থেকে যা যা সহযোগিতা প্রয়োজন তা করা হবে। পুনঃনির্মিত এ মসজিদে ১৪
হাজার মুসল্লি এক সাথে নামাজ আদায় করতে পারবেন।
ইসলামী ফাউন্ডেশন মহা পরিচালক আব্দুস সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- মসজিদের খতিব আনোয়ার হোসেন তাহেরি আল জাবেরি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নূর উল্লাহ নূরী, চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, মুসল্লি কমিটির সভাপতি সালাহউদ্দিন কাশেম খান, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, সাবেক সংসদ সদস্য জামায়াত ইসলামীর নেতা শাহজাহান চৌধুরী।
পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবর্গ আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ভিত্তি ফলক উন্মোচন করেন।
আন্দরকিল্লা শাহী জামে মসজিদে ১৪ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থার পাশাপাশি ৫০০ নারীও নামাজ আদায় করতে পারবেন। থাকবে-কিডস জোন, ইসলামী রিসার্চ ইন্সটিটিউট, লাইব্রেরি, মাল্টিপারপাস হল, মোগল ঐতিহ্য সম্বলিত জাদুঘর, ইসলামিক ফাউন্ডেশনের অফিসকক্ষ, প্রতিবন্ধিদের জন্য আলাদা প্রবেশ পথ, ফুড কোর্ট, গ্রিন কোর্ট, দৃষ্টিনন্দন পানির ফোয়ারা, মসজিদ নববীর মত খোলা জায়গা।
মসজিদ কমপ্লেক্সে খতিব, ইমাম, মুয়াজ্জিনকে এবং খাদেমের জন্য আবাসন ব্যবস্থা থাকবে।
দুতলা বিশিষ্ট বেইজমেন্ট ফ্লোর যাতে মোট ১৬৫ টি গাড়ি পার্কিং সুবিধা থাকবে। কমপ্লেক্সে ২৯৫ টি দোকান থাকবে।
১৬৬৬-৬৭ সালে মোগল সম্রাট মুহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব আলমগীরের বিজয় ফলক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। তিন গম্বুজের এ মসজিদটি আয়তাকার।
স্থানীয়ভাবে অপরিকল্পিত নির্মাণকাজের ফলে মোগল আমলের এ মুসলিম মূল সৌন্দর্য বাইর থেকে মানুষের চোখে ধরা পড়েনা। যে কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় মুসল্লিদের অনুরোধের প্রক্ষিতে মসজিদ পুনঃনির্মাণ কার্যক্রম শুরু করে।