চট্টগ্রাম,১৬ অক্টোবর, ২০২৫:
সারাদেশের মত আজ চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। চট্টগ্রাম উচ্চ মাধ্যমিকও মাধ্যমিক শিক্ষাবোর্ডে এ বছর এইচএসসিতে পাসের হার ৫২.২৭ শতাংশ। যেখানে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১ লাখ এক হাজার আটাশি জন। গত ছয় বছরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসির ফলাফলে এ বছর পাশের হার সর্বনিম্ন।
কৃতকার্যদের মধ্যে ছাত্রী ৫২.৫৭ শতাংশ ও ছাত্র ৪৮.৯৫ শতাংশ। জিপিএ পাঁচ অর্জনকারী ছয় হাজার ৯৭ জনের মধ্যে তিন হাজার চারশ ৩৫ জন ছাত্রী। ছাত্রদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৬শত ৬২ জন।
আজ ১৬ অক্টোবর সকালে ফলাফল প্রকাশ উপলক্ষে চট্টগ্রাম শিক্ষাবোর্ড সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহম্মদ ও সচিব প্রফেসর এ কে এম শামসুদ্দীন আজাদ।
চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে সাড়ে বাইশ হাজার পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৭৮.৭৫ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ২হাজার ১ শ ১৫ জন ছাত্র ও ১ হাজার ৯ শত ৩১ জন ছাত্রী।
মানবিক ও ব্যবসায় শিক্ষার ছাত্রছাত্রী পাস করেছে ৩৭.৮০ ও ৫৫.৩৯ শতাংশ। মানবিকে ৮১ জন ছাত্র ও ৪৫২ জন ছাত্রী জিপিএ পেয়েছে। ব্যবসায় শিক্ষায় ৪৬৬ জন ছাত্র ১০৫২ ছাত্রী জিপিএ পাঁচ পেয়েছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড জানিয়েছে, বেশি অনুত্তীর্ণ ইংরেজিতে।
তবে বোর্ডের আটটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ এইচএসসি পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ও লামার কোয়ান্টাম কসমো কলেজও রয়েছে। রয়েছে আনোয়ারার কাফকো স্কুল এন্ড কলেজ ও বাড়বকুণ্ড হাই স্কুল এন্ড কলেজ।
শতভাগ পাস নগরের ৪ টি কলেজ হচ্ছে- ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, ফৌজদার হাট ক্যাডেট কলেজ ও নেভি এনকারেজ স্কুল এন্ড কলেজ।
চট্টগ্রাম শিক্ষাবোেের্ড গত কয়েকবছর ধরে এইচএসসিতে পাসের হার কমে আসছে। ২০২৩ সালে পাসের হার ছিল ৭৪.৪৫℅ ২০২৪ সালে ৭০.৭২℅। কিন্তু এ বছরে ৫২.৫৭ শতাংশ পাসের হার।
এবার এইচএসসিতে চট্টগ্রাম মহানগরে পাসের হার ৭০.৯০℅। জেলাগুলোর মধ্যে কক্সবাজারে পাসের হার বেশি। যা ৪৫.৩৯℅। সর্বনিম্ন পাসের হার খাগড়াছড়িতে। যা ৩৫.৫৩ শতাংশ।বোর্ডের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের নয় জন পরীক্ষার্থীর সকলে অনুত্তীর্ণ। এরমধ্যে নগরীর চারটি কলেজ রয়েছে।