চট্টগ্রাম, ১৯ অক্টোবর, ২০২৫:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জমাদার পাড়ার পশ্চিমে মেডিখোলা এলাকার একটি মৎস্য খামার থেকে ১৮ আগস্ট রাতে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকার মৃত মিয়া মেম্বারের পুত্র মনির আহমদ (৭৮) নামের ওই বৃদ্ধ তিন দিন আগে নিখোঁজ হয়েছিলেন।
বৃদ্ধের নাতনি জামাই বেলাল উদ্দিন জানান, বুধবার বিকালে ঘর থেকে বের হয়ে মনির আহমদ আর বাড়ি ফিরেননি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় তাকে খুঁজেও পাওয়া যায়নি। গত শনিবার প্রায় সন্ধ্যার দিকে মৎস্য খামারের পানিতে উনার লাশ ভেসে উঠে।
বেলাল উদ্দিন বলেন, দাদার সাথে কারও কোন দ্বন্দ্ব নাই। তাই তাঁর মৃত্যুর ব্যাপারে কাউকে সন্দেহ বা কারো বিরুদ্ধে অভিযোগ না থাকায় প্রশাসনের সহায়তায় শনিবার রাতেই লাশ দাফন করা হয়।
স্থানীয়রা মনে করছেন, মনির আহমদ মৎস্য খামারের পাড়ে অসতর্ক অবস্থায় হাঁটতে গিয়ে হঠাৎ পানিতে পড়ে আর উঠতে পারেননি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন জানান, বৃদ্ধের লাশ উদ্ধারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের সদস্যদের বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে বৃদ্ধের মেয়ে আনোয়ারা বেগম বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।