চট্টগ্রাম, ৩ মার্চ, ২০২২:
চরম উদ্বেগ-উৎকণ্ঠার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অলভিয়া বন্দরে আটকে পড়া ২৮ নাবিক ও প্রকৌশলীকে সেইফ জোনে সরিয়ে নেওয়া হয়েছে বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রথমে রাশিয়ার রকেট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুরের মৃত্যুতে শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। এরপর তিনি পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লার বরাত দিয়ে বলেন, আমরা জাহাজের ২৮ জন নাবিকদের সেইফজোনে নিয়েছি। তারা নিরাপদে আছেন। তাদের সহকর্মী হাদিসুরের মরদেহটা তারা বহন করছেন। খুব দ্রুত ওয়ারশোতে নিয়ে আসার চেষ্টা করছি। এবং সেটা নিয়ে আসতে পারলে….। সম্ভবত সকলকে মরদেহ সহ দ্রুততম সময়ে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। পোল্যান্ডে অবস্থানকালীন সময়ে হাদিসুরের নামাজের জানাযার ব্যবস্থা করা হবে। সূত্র: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ভিডিও বার্তা
Discussion about this post