চট্টগ্রাম, ১৯ মার্চ, ২০২২:
বাংলাদেশ আফ্রিকার ক্রিকেট দ্বৈরথে গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ এক স্মরণীয় জয় পেয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ৩১৪ রান করেছে। ৩১৫ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিকরা ২৭৬ রানে সব কয়টি উইকেট হারিয়ে ফেলে। এতে সফরকারী বাংলাদেশ টাইগাররা ৩৬ রানে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে জয়লাভ করে।
শুরুতে বাংলাদেশের দুই ওপেনার তামিম ও লিটনের জুটিতে ৯৫ রান উঠে। লিটন ৫০ তামিম ৪১ রান করে আউট হন। সব্বোর্চ রান সংগ্রহকারী তামিম ৬৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৭ রান তুলে। ইয়াসির আলী চৌধুরী করেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। তামিম ও লিটনের পর সাকিব ও ইয়াসিরের চতুর্থ উইকেট জুটিতে ১৫৫ রান তুলে তার
জয়ের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিক আফ্রিকার ওপেনিং ব্যাটার ইয়ানেমান মালানকে কট বিহাইন্ড করেন শরিফুল। পরে এক ওভারে তাসকিন কাইল ও এইডেনকে ফিরিয়ে দেন। এরমধ্যে ৯ ওভারে ৩৬ রানে তিন উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
তবে দক্ষিণ আফ্রিকার সব্বোর্চ রান সংগ্রহকারী ফন ডাসেনকে তাসকিনের বলে ক্যাচ লুফে আউট করেন ইয়াসির। এর আগে ডাসেন ৯৮ বলে ৮৬ রান সংগ্রহ করেন। বাভুমা করেন ৫৫ বলে ৩১রান। আর মিলার করেন ৫৭ বলে ৭৯ রান।
তবে মিরাজই দলের বাংলাদেশের দুশ্চিন্তামুক্ত করেন। তিনি ৪ ওভারে ১২ রান দিয়ে আউট করেন আফ্রিকার ৪ ব্যাটারকে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ব্যাটার মহারাজকে আউট করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ততক্ষণে দক্ষিণা আফ্রিকা তাদের টার্গেট থেকে ৩৮ রান দূরে। এভাবেই বাংলাদেশ টাইগারদের এক স্মরণীয় বিজয়গাথা রচিত হয় দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে।
Discussion about this post