চট্টগ্রাম, ১৮ মার্চ, ২০২২:
রাষ্ট্রের সব্বোর্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারের সাহিত্য ক্যাটাগরিতে পুরস্কারের জন্য আমির হামজা নামে এক অখ্যাত ব্যক্তির নাম ঘোষণার চার দিনের মাথায় নানা সমালোচনার মুখে আমির হামজার সাহিত্য পুরস্কার প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। তার নাম বাদ দিয়ে এ বছর স্বাধীনতা পুরস্কারের জন্য অন্যান্য ক্যাটাগরিতে এক প্রতিষ্ঠান ও নয় জনের নাম তালিকায় রাখা হয়েছে।
২০১৯ সালে প্রয়াত আমির হামজার পক্ষে তথ্য গোপন করে অসত্য ও ভুল তথ্য দেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের জন্য এ বছর আমির হামজার নাম প্রস্তাব করেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। এছাড়া আমির হামজার সরকারি কর্মকর্তা এক পুত্র আছাদুজ্জামান যিনি খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তিনিও তার প্রয়াত পিতা আমির হামজাকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন দিতে তৎপর ছিলেন
স্বাধীনতা পুরস্কারের জন্য আমির হামজার নাম ঘোষণার পর তার সাহিত্যকীর্তি হিসাবে গণমাধ্যমে তিনটি বইয়ের নাম আসে। বাঘের থাবা, একুশের পাঁচালি, পৃথিবীর মানচিত্রে একটি মুজিব তুমি। কিন্তু নানা সমালোচনার মধ্যে কর্তৃপক্ষ আবার যাচাই বাছাই কর তার নাম বাদ দেয় বলে সংবাদ মাধ্যমে খবর আসে।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের জন্য রাখার জন্য রাষ্ট্রের সব্বোর্চ বেসামরিক এই পুরস্কার দেওয়া হয়।
Discussion about this post