চট্টগ্রাম, ২৩ মার্চ, ২০২২:অন্তত একটি ম্যাচ জয়ের আশা নিয়ে দক্ষিণ আফ্রিকা গিয়েছিল টাইগার বাহিনী। তা বলেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু তাদের কোচ রাসেল ডমিঙ্গো বেশ আশাবাদী ছিলেন। তিনি বলেছিলেন- আমরা এমন কিছু করতে চাই, যা আগে কোনো বাংলাদেশ দল এখানে করতে পারেনি। সত্যি তাই করল বাংলাদেশ। এক ঐতিহাসিক জয়, অবিশ্বাস্যও। সিরিজ জিতে চারপাশে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ। ৯ উইকেট আর ১৪১ বল হাতে রেখেই দক্ষিণ আফ্রিকাকে নাকাল করে দিল। যেখানে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত সিরিজ জিতেছে একবার, পাকিস্তান দুবার আর শ্রীলঙ্কা তো কোনো সিরিজই জিততে পারেনি। সেখানে বাংলাদেশের আজকের অবস্থায় এই জয় অন্যদের তুলনায় কম তো নয়ই। বরং বড় পাওনা। এর আগে বাংলাদেশের সিরিজ জয় ছিল কেবল ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, কেনিয়া আর আয়ারল্যান্ড।
সেঞ্চুরিয়নে টসে হেরে বাংলাদেশ বোলিংয়ের আমন্ত্রন পেলেও আফ্রিকাকে নাস্তানাবুদ করে ছাড়েন তাসকিন আহমেদ। তার আগুন ঝরানো বোলিংয়ে একে একে ৫ উইকেট তুলে নেন আফ্রিকার। তাসকিনের ৫ উইকেট নেয়ার মধ্য দিয়েই মূলত বাংলাদেশ দলের মধ্যে জয়ের সঞ্জীবনি বার্তা ছড়িয়ে পড়ে পড়ে। এর সাথে যোগ হয় সাকিবের দুই উইকেট, শরিফুল ও মিরাজ ১ উইকেট করে নেন। এতে ৩৭ ওভারে ১৫৪ রানে রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
১৫৫ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে টাইগার দলের ওপেনিং জুটিতে তুলেন ১২৭ রান। লিটন ৪৮ রানে আউট হবার পর সাকিব হাসানকে সঙ্গী করে অধিনায়ক তামিম ইকবাল ৮২ বলে ৮৭ রান করেন। ১৪১ বল হাতে রেখেই তারা দুজনেই ১৫৫ রানের জয়ের লক্ষে পৌঁছে যান। যেখানে ২০ বলে ১৮ রান করেন সাকিব আল হাসান। আর এতেই বাংলাদেশ মেতে উঠল দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের উৎসবে।
Discussion about this post