চট্টগ্রাম, ২৩ মার্চ, ২০২২:
বিরানব্বই হাজার টাকা প্রতি টন রড। থমকে পড়েছে অনেকের স্থাপনা নির্মাণ কাজ। গত বছরের নভেম্বরে দেশের বাজারে রডের দাম প্রতি টন ৮১ হাজার টাকা পর্যন্ত উঠেছিল, দেশের ইতিহাসে যা তখন রেকর্ড দাম ছিল। তা এখন ৯৩ হাজার টাকা টন।
এই অবস্থায় হঠাৎ বেড়ে যাওয়া রডের দামের পেছনে কোনো সিন্ডিকেট কাজ করছে কি না ‘খুঁজে দেখতে’ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অভিযান পরিচালনার সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান কমিটি। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় এই কমিটির বৈঠকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম নিয়ে আলোচনায় এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, হঠাৎ করে রডের দাম বেড়ে গেল, কেন? এতে করে অবকাঠামো নির্মাণের কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কমিটি ভোক্তা অধিকার অধিদপ্তরকে অভিযান পরিচালনা করার জন্য বলেছে। এখানে কোনো সিন্ডিকেট কাজ করছে কি না সেটা খুঁজে দেখতে সুপারিশ করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে এ বিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে বলেও জানান তিনি।
ঠিকাদাররা বলছেন, গত নয় মাস আগে যেখানে রডের দাম প্রতি টনে ৬২ হাজার টাকা ছিল, এখন তা ৯২ হাজার টাকা হয়েছে। এ জন্য ইউক্রেন যুদ্ধের কারণে কাঁচামালের সরবরাহ সংকটকে দায়ী করছেন উৎপাদনকারীরা। বৈঠকে সয়াবিন তেলের দাম নিয়ে আলোচনায় আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানোকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছে সংসদীয় কমিটি।
Discussion about this post