চট্টগ্রাম ২০ অক্টোবর, ২০২৪:
চটগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আজ শেষ হয়েছে চিটাগাং মোটর ফেস্ট -২০২৪। গত বৃহস্পতিবার এই মেলার উদ্বোধন করেছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম গোলাম মোর্শেদ খান। ১৭, ১৮ ও ১৯ অক্টোবর বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উইজার্ড শোবিজ’–এর আয়োজনে তিন দিনের এই মেলার আয়োজন করা হয়। মেলায় চট্টগ্রামে প্রথমবারের মত প্রদর্শন করা হয়েছে ইভি নামে অত্যাধুনিক মডেলের এই গাড়ি।
নানা ব্রান্ডের আকর্ষণীয় গাড়ি, বাইক ও এক্সেসরিজ প্রদর্শন করা হয়। আউটফিল্ডে ছিল গাড়ি ও বাইক স্টান্ট শো এর আয়োজন।
অত্যাধুনিক পরিবেশবান্ধব গাড়ি ও জ্বালানী সাশ্রয়ী মোটরসাইকেল থেকে শুরু করে জাপানি ব্যান্ড ইয়ামাহা। সেডান, হাভাল’র গাড়ি। এক চার্জে পাঁচশ কিমি. এমন গাড়ি ওই মেলায় আনা হয়েছে। এ ধরনের গাড়ির ৫০ লাখ টাকার বেশি।
তবে মেলার বিভিন্ন গাড়িতে ৪ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত ছাড় দিয়ে বিক্রির ব্যবস্থা রেখেছিল বিক্রেতা প্রতিষ্ঠানগুলো।
সপ্তমবারের মত চট্টগ্রামে এই মেলার আয়োজন হল। আগামী বছরও আরো আকর্ষণীয় ভাবে মেলাটি আয়োজন করা হবে।
Discussion about this post