চট্টগ্রাম, ২২ অক্টোবর, ২০২৪:
সরকারি নানা উদ্যোগে মধ্যে চট্টগ্রাম নগরের কিছু কিছু স্পটে কম দামে সবজি, পেঁয়াজ, ডিম সহ নানা খাদ্য পণ্য বিক্রি হচ্ছে। গত শনিবার চট্টগ্রাম সফরে এসে সরকারের যুব , ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দ্রব্যমূল্য কমাতে ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে বিশেষ নির্দেশনা প্রদান করেন। একই সাথে ছাত্র প্রতিনিধিদের বাজার মনিটরিং ও স্বেচ্ছা শ্রমে বাজারে পণ্য প্রবাহ স্বাভাবিক করতে সহযোগিতা করার আহ্বান জানান।
এই উদ্যোগের ফলে চট্টগ্রামে খোলা বাজারে ন্যায্যমূল্যে সবজি, ডিম, পেঁয়াজ বিক্রি কার্যক্রমও চলছে কোথাও কোথাও।
শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার নির্দেশে কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় চট্টগ্রামে খোলা বাজারে ন্যায্যমূল্যে সবজি, ডিম, পেঁয়াজ বিক্রি আজ সকালে নগরীর চকবাজারে উদ্বোধন করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম। এই সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলামসহ উর্ধতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ১৫ দিন পর্যন্ত এই কার্যক্রম চলবে। নগরের গুরুত্বপূর্ণ নির্দিষ্ট পয়েন্টে এই বিক্রি কার্যক্রম চলবে। এসব স্পটে এক ডজন ডিম ১৩০ টাকা, আলু ১ কেজি ৩০ টাকা পেঁপে ২০ টাকা, করলা ৪০ টাকা, পেঁয়াজ ৭০ টাকা বিক্রি করা হচ্ছে। বাজার থেকে কম মূল্যে পণ্য কিনতে পেরে খুশি সাধারণ মানুষও।
এছাড়া বাজারে খাদ্য পণ্যের মূল্যের ঊর্ধŸগতি নিয়ন্ত্রণে গত প্রায় দুই সপ্তাহ থেকে নগর ও জেলায় বাজার মনিটরিং করছেন সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। গতকাল চট্টগ্রাম মহানগরের মুদি ও পণ্য সামগ্রীর দোকানে অভিযান চালিয়েছে বিশেষ টাস্টফোর্স। এসময় তারা ক্রয়ের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয়, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের তথ্যে গরমিল, লাইসেন্স ও পাকা রশিদ না থাকা, দেশি-বিদেশি বাদাম, কিসমিস, খেজুর প্যাকেটজাত করে মেয়াদ না লেখাসহ বিভিন্ন কারণে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করেন।
বিভিন্ন বাজারে অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) এ কে এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, সহ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ। তাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিএমপির টিম ও ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা সহযোগিতা করেন।
গত সোমবারও রিয়াজ উদ্দীন বাজারে অভিযান পরিচালনা করেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক।
তবে সরকারের অভিযানের মধ্যেই চাল, তেল, চিনি ও পেঁয়াজের দাম বাড়ছে বলে পত্রপত্রিকায় খবর আসছে।
এরমধ্যে সরকার বিভিন্ন পণ্যের উপর আমদানি শুল্ক কমানোর পরও কাক্সিক্ষত দাম কমছে না বলে দায়িত্বশীল সংশ্লিষ্টর হতাশা ব্যক্ত করেছেন। এজন্য সরকারি তরফে ব্যবসায়ী বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত শনিবার চট্টগ্রামে এসে সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সাকিট হাউজ ও চট্টগ্রাম চেম্বার ভবনের কনফারেন্স হলে সকাল বিকাল দুই বার মত বিনিময় করেন। দুটি সভায় মত বিনিময়ের মূল বিষয় ছিল খাদ্যপণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধি প্রতিরোধে।
সেখানে ছাত্র নেতৃবৃন্দের সহযোগিতায় উৎপাদনকারীর কাছ থেকে সবজি নগরে এনে ট্রাকসেল, দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা, বাজার ও পরিবহনের চাঁদাবাজি, বাজার সিন্ডিকেট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি বন্ধে অভিযান, বাজারে মূল্য তালিকা প্রদর্শন, কৃষি বিপণন অধিদপ্তরকে সক্রিয় করা সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
এমনকি তিনি ব্যবসায়ী সিন্ডিকেটের লোকদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারের কথাও বলা হয়।
ছবি: সংগ্রহ করা।
Discussion about this post