চট্টগ্রাম, ২৪ অক্টোবর, ২০২৪:
লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল- শাপলা,লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ বি ৪ বাংলাদেশ, পিস পোস্টার ২০২৪, শিশুদের জন্য একটি অসীম শান্তি থিমের উপর আর্ট প্রতিযোগিতার আয়োজন করে নগরীর এম এম আলী রোডে অবস্থিত আল-বুর্জ ইন্টারন্যাশনাল স্কুলে। ২১ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। অত্যন্ত মনোরম পরিবেশে আজ ২৪ অক্টোবর সকাল ১১ টায় প্রতিযোগিতায় শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন, বেলাল উদ্দিন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন জয়েন্ট কেবিনেট সেক্রেটারি লায়ন জিল্লুর রহমান, জিএম টি লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাস এমজেএফ, রিজিয়ন চেয়ারপারসন লায়ন খুরশিদ আনোয়ার চৌধুরী এমজেএফ, ক্লাব প্রতিষ্ঠাতা ও রিজিয়ন চেয়ারপার্সন লায়ন, সোহেলা রহমান মাহমুদ, ক্লাব প্রেসিডেন্ট, লায়ন শিরীন আকতার, সেক্রেটারি, লায়ন জুয়েনা আফসানা, ট্রেজারার, লায়ন রওশন আক্তার, স্কুল ডিরেক্টর মোঃ ফরাদুল ইসলাম,সিরাজুল আরেফিন, প্রিন্সিপাল ফারহানা আফরোজ। বিচারক ছিলেন বিপ্লব চৌধুরী।
আল বুর্জ স্কুল আর্ট শিক্ষকদের মধ্যে ছিলেন প্যানেল শাহেলা আক্তার,সাইবা সুবাহ ও শাহারিয়া আক্তার। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে মাহরীন নেওয়াজ,২য় জারিয়া ইমতিয়াজ,৩য় মোঃ হাসির রহমান।
Discussion about this post