চট্টগ্রাম,১৯ অক্টোবর, ২০২৪:
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যেসব বিষয়গুলো জনসম্পৃক্ত, জনগণের জীবনের সাথে যেগুলো সম্পৃক্ত এই বিষয়গুলোতে আমাদের অবশ্যই কঠোর হতে হবে। দ্রব্যমূল্য নিয়ে আমাদের যে আইন, তার বাইরেও আমাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করার প্রভিশন আছে, তাহলে যারা সিন্ডিকেট করছে তাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করেন। এজন্য ছাত্ররা, রাজনৈতিক দলগুলো যারা সরকারকে সহযোগিতা করছে তারা আপনাদের সহযোগিতা দেবে। এজন্য সরকারের কাছ থেকে যথেষ্ট সদিচ্ছা আছে আপনাদের সাপোর্ট দেওয়ার।
বিভাগীয় প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম বিভাগ এবং জেলার দপ্তরসমূহের কর্মকর্তাদের সাথে শ্রম ও কর্মসংস্থান, এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে আজ ১৯ অক্টোবর সকালে চট্টগ্রামের সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে তিনি আরো বলেন, নিয়ম নীতি মেনে বাংলাদেশে অভ্যূত্থান হয়নি। সরকার পরিচালনাও সামনে আর নিয়মনীতি মেনে হবে না। যদি আপনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সহযোগিতা না করেন।
তিনি বলেন,একটি বিপ্লবের পর আসলে কোনোকিছুই সিস্টেম অনুযায়ী চলে না। আমরা এখনো সিস্টেমটা বজায় রেখেছি। আমরা প্রত্যাশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন। , সিস্টেম বজায় রাখতে। যদি সিস্টেম ভাঙ্গার প্রয়োজন হয় আমরা সিস্টেম ভাঙ্গব। প্রয়োজনে আপনাদের জায়গাগুলোতে নতুন নিয়োগ দিয়ে নতুন লোক বসাব। আপনাদের অভিজ্ঞতা সহ এতকিছু থাকার পরও যদি না পারেন, তাহলে নতুন লোকদের আমরা নিয়ে আসি। সিন্ডিকেটকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার ও সিস্টেম কাজ না করলে সিস্টেম ভাঙ্গতে হবে।
এতে আরো বক্তব্য রাখেন শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের সচিব এইচ এম সফিকুজ্জামান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
Discussion about this post