চট্টগ্রাম,১৯ অক্টোবর, ২০২৪:
সাতকানিয়া ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ মুদি দোকানদারের কাছ থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। আজ শনিবার বিকালে উপজেলার কেরাণীহাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমীর বলেন, উপজেলার কেরাণীহাট এলাকায় ইউএনও’র নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় দোকানে মূল্য তালিকা না টাঙ্গানো ও ক্রয় রশিদ সংরক্ষণ না করায় মুদি দোকানি আবসার উদ্দীনকে ৩ হাজার, ভাস্কর পালকে ১ হাজার ও রেজাউল করিমকে ৫ হাজার টাকাসহ তিন দোকানের কাছ থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ফয়সাল আমীর আরও বলেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সরওয়ার কামাল, থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্য ও ছাত্র সমাজের প্রতিনিধিগণ অভিযানে সহায়তা করেন।
ইউএনও মিল্টন বিশ্বাস বলেন, অভিযানের সময় সকল ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরকার নির্ধারিত দামে বিক্রি করার জন্য দোকানিদের বলা হয়েছে। বিক্রেতাকে আবশ্যিকভাবে পণ্য ক্রয়ের ভাউচার সংরক্ষণসহ সরকারি সকল নিয়ম মানা এবং সর্বোপরি বাজারের পরিচ্ছন্নতার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
Discussion about this post