চট্টগ্রাম, ১৯ অক্টোবর, ২০২৪:
চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আজ ১৯ অক্টোবর সকাল নয়টায় প্রথমে নগরের সাগরিকার চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম ও ইনডোর ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন। এরপর তিনি জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেন।
এ সময় তার সাথে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, বিসিবি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।