চট্টগ্রাম, ১৯ অক্টোবর, ২০২৪:
চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আজ ১৯ অক্টোবর সকাল নয়টায় প্রথমে নগরের সাগরিকার চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম ও ইনডোর ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন। এরপর তিনি জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেন।
এ সময় তার সাথে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, বিসিবি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Discussion about this post