চট্টগ্রাম, ০৮ এপ্রিল, ২০২৫:
রাজধানী ঢাকায় ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে চার দিনের বিনিয়োগ সম্মেলন। বিনিয়োগ সম্মেলন উপলক্ষে ৬২ জন বিদেশি বিনিয়োগকারী এদিন সকালে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড ও মিরসরাই ইকোনোমিক ইপিজেড পরিদর্শন করেছেন। সকালে প্রথমে তারা আনোয়ারার কোরিয়ান ইপিজেডের ছয়টি ফ্যাক্টরি পরিদর্শন করেন। যেখানে চিন, জাপান, যুক্তরাষ্ট্র, কোরিয়া থেকে বিনিয়োগকারীরা পরিদর্শনে আসেন।
বিডা জানায়, কোরিয়ান ইপিজেডের বাস্তব চিত্র যাতে বিদেশি ব্যবসায়ীরা দেখে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে সেজন্য তারা পরিদর্শন করে সিদ্ধান্ত নিতে পারবেন। রাজধানীর সম্মেলনে আগ্রহী বিদেশি ব্যবসায়ীদের কারো কারো সাথে বিনিয়োগ চুক্তি হতে পারে।
কোরিয়ান ইপিজেডে বিদেশি বিনিয়োগকারীরা টেক্সটাইলস, গার্মেন্টস, ফ্যাব্রিক্স সহ ছটি কারখানা পরিদর্শন করেন। এর আগে কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষ কোরিয়ান ইপিজেডের পরিচিতি উপস্থাপন করেন।
প্রায় আড়াই হাজার একর জায়গার উপর অবস্থিত দেশের সবচেয়ে পরিবেশ বান্ধব কোরিয়ান ইপিজেড। যেখানে পোশাক, জুতা, ফ্যাব্রিক্স, টেক্সটাইলস, আইটি, চামড়ার হ্যান্ডব্যাগ, ব্যাকপ্যাক ও ট্রাভেল ব্যাগসহ প্রায় ৪৮ টির মত নানা পণ্য উৎপাদনকারী কারখানা আছে। এর মধ্যে দেশের বৃহৎ টেক্সটাইলস ও পোশাক কারখানাও রয়েছে কোরিয়ান ইপিজেডে। চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড এর কার্যক্রম ১৯৯৫ সালে শুরু হয়। প্রথমে দুই দেশের সরকার উদ্যোগ নিলেও কোরিয়ান প্রতিষ্ঠান ইয়াংওয়ান গ্রুপ শিল্পাঞ্চলটি গড়ে তোলে বেসরকারিভাবে।
৪০০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে কেইপিজেড। যেখানে ত্রিশ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান।
আনোয়ারার কোরিয়ান ইপিজেড পরিদর্শনের পর বিদেশি বিনিয়োগকারীরা মিরসরাই ইকোনোমিক পার্ক পরিদর্শনে যান।
Discussion about this post