চট্টগ্রাম, ২৯ মার্চ,২০২২:
র্যাব-৭ এর একটি দল আজ ২৯ মার্চ চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাংলা বাজার এলাকায় উপর একটি অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করে ১৫ কেজি গাঁজা ও ৯৯ বোতল ফেন্সিডিল সহ লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার নলডুগি গ্রামের মোঃ মাহবুজের পুত্র রাব্বিকে(২৪) গ্রেপ্তার করেছে।
র্যাব ৭ সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে একটি মিনি পিকআপ যোগে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে তারা সীতাকু-ের বাংলা বাজার মহাসড়কের উপর চেকপোস্ট বসায়। এরপর সন্দেহজনক পিকআপটি আসতে দেখলে সেটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়িতে থাকা রাব্বিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা পিকআপ হতে নিজ হাতে ২টি বস্তার ভেতর থাকা গাঁজা ও ফেন্সিডিল বের করে দেয়। উদ্ধার করা হয় ১৫ কেজি গাঁজা ও ৯৯ বোতল ফেন্সিডিল। একই সাথে আসামিকে আটক ও পিকআপটি জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রাব্বি কুমিল্লা জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে বলে জানায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৩ লক্ষ ২০ হাজার টাকা।
এ ব্যাপারে আইননানুগ ব্যবস্থা গ্রহণে মাদক কারবারি রাব্বি সহ উদ্ধার ও জব্দ করা গাড়ি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
Discussion about this post