চট্টগ্রাম, ২ এপ্রিল, ২০২২:
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বাংলাদেশের আকাশে। চাঁদ দেখা যাওয়ায় কাল রবিবার থেকে শুরু হচ্ছে সংযম সাধনার পবিত্র রমজান মাস।
আজ শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
আজ শনিবার রাতে তারাবি নামাজ আদায় ও শেষ রাতে সেহরি খেয়ে রোববার (৩ এপ্রিল) প্রথম দিনের রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রমজান ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি মাস। এই এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখার খবর পাওয়া গিয়েছে। ফলে শাবান মাস ২৯ দিনে শেষ হচ্ছে। রোববার থেকে রমজান শুরু হবে।
২৮ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে লাইলাতুল কদর পালিত হবে বলেও জানান তিনি।
সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সূত্র: সংবাদ মাধ্যম