চট্টগ্রাম, ৩ এপ্রিল, ২০২২:
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে বিরোধীদের অনাস্থা ভোটের খড়ক এড়ালেও সামনে পার্লামেন্ট নির্বাচনে তিনি কতটা লড়াই করতে পারবেন তা সময়ই বলে দিবে। তবে আপাতত তার মুখ রক্ষা হয়েছে। কিন্তু নির্বাচনে জনরায় কতটা তার পক্ষে আনতে পারবেন। যেখানে তিনি তার বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ করে আসছেন। সেখানে নির্বাচনে যে তিনি বিদেশি শক্তির ষড়যন্ত্র থাকবে না – তার নিশ্চয়তা কি। যেখানে তার দল ও জোটের এমপি, রাজনীতিবিদ সহ সকলে তার বিরোধী শিবিরে।
তবে নানা নাটকীয়তার মধ্যে আজ সংসদ অধিবেশন শুরু হলেও সেখানে বিরোধীদের অনাস্থা প্রস্তাব অসাংবিধানিক বলে সেই প্রস্তাব খারিজ করে দেন ডেপুটি স্পিকার কাসেম খান সুরি। তিনি বলেন, এই অনাস্থা প্রস্তাব পাকিস্তানের সংবিধানের ৫ ধারার সাথে অসঙ্গতিপূর্ণ ও সাংঘর্ষিক। এরপর প্রধানমন্ত্রী ইমরান খান প্রেসিডেন্ট আরিফ আলফিকে পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার পরামর্শ দেন।
এদিকে পার্লামেন্ট ভেঙ্গে দেয়ায় আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সূত্র: সংবাদ মাধ্যম
Discussion about this post