চট্টগ্রাম, ০৪ মার্চ, ২০২২:
রাজধানীর ফ্রামগেট এলাকায় গত শনিবার টিপ পরায় লতা সমাদ্দার নামে এক নারী শিক্ষককে হেনস্থাকারী পুলিশ সদস্যকে চিহ্নিত করার পর তাকে বরখাস্ত করা হয়েছে। ওই নারী শিক্ষিকার সাথে বাক বিতণ্ডায় জড়ানোর কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ডিএমপির সুরক্ষা বিভাগের কনস্টেবল পদে চাকরিরত নাজমুল তারেক।
পুলিশের কাছ থেকে হেনস্থার শিকার তেজগাঁও কলেজের থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজের প্রভাষক লতা সমাদ্দার এই ঘটনায় শেরেবাংলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেখানে তিনি অভিযোগ করেন, আনন্দ সিনেমার সামনে রিকশা থেকে নামার পর হেঁটে সেজান পয়েন্টের সামনে গেলে সেখান এক পুলিশ মোটর সাইকেলে বসেছিলেন।তাকে পাস করার সময় ওই ব্যক্তি লতার টিপ পরা নিয়ে বাজে মন্তব্য ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করতে গেলে ‘টিপ পরছোস কেন’ মন্তব্য করেন ওই পুলিশ। পরে লতার গায়ের উপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে দেয়। লতা সরে গেলেও মোটর সাইকেল তার পায়ের পাতার উপর দিয়ে যায়। পরে পাশে দায়িত্বরত ট্রাফিক পুলিশদের ঘটনা জানালে তারা লতাকে থানায় অভিযোগ করতে পরামর্শ দেন।
পরে এই ঘটনা নিয়ে বিশেষ করে ফেসবুকে ব্যাপক তোলপাড় হয়। এমনকি নারী পুরুষ নির্বিশেষে অনেকে কপালে টিপ পরে ফেসবুকে ছবি পোস্ট করে ঘটনার প্রতিবাদ জানান।
এই ঘটনার আইনি ব্যবস্থা চেয়ে সংসদ সদস্য, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা রোববার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রলায়ের দৃষ্টি আকর্ষণ করেন। এমনকি শাহবাগে প্রতিবাদে কর্মসূচিও পালন করে কোনো কোনো সংগঠন।
অভিযুক্ত পুলিশ সদস্যকে চিহ্নিত করার পর বরখাস্ত করার বিষয়ে পুলিশ এক বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমকে জানিয়েছে,’অভিযোগকারিনীর সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হওয়ার কথা প্রাথমিকভাবে স্বীকার করায় তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’
এই ঘটনায় পুলিশের দুই সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বলেও জানানো হয়। কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন দিবে। ছবি : সংগ্রহ করা